হারারে: সম্প্রতি শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছে জ়িম্বাবোয়ে। দুই দেশের বিরুদ্ধেই সিরিজে একটি করে ম্যাচ জিতেছেন সিকন্দর রাজারা। বড় প্রতিপক্ষদের তাঁরা যে বেগ দিতে পারেন, সেরকম পূর্বাভাস দিয়ে রেখেছিলেন জ়িম্বাবোয়ের ক্রিকেটারেরা।
কিন্তু টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup) ভারতের সামনে মুখ থুবড়ে পড়ল জ়িম্বাবোয়ে (IND vs ZIM)। হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করে মাত্র ১১৫/৯ স্কোরে আটকে গেল জ়িম্বাবোয়ের ইনিংস। ভারতের সামনে জয়ের লক্ষ্য ১১৬ রানের।
সপ্তাহ খানেকও কাটেনি, টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। বার্বাডোজ়ে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে সেই দলের সিংহভাগ ক্রিকেটারই নেই। ভি ভি এস লক্ষ্মণের প্রশিক্ষণে কার্যত তরুণ ভারতীয় দলকে পাঠানো হয়েছে জ়িম্বাবোয়েতে। ২ বছর পর দেশের মাটিতে হবে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যে এখন থেকেই দলগঠনে মনোনিবেশ করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই উদ্দেশ্যে তরুণ তুর্কিদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকেরা।
শনিবার হারারে স্পোর্টস ক্লাবে ভারতীয় একাদশে বিশ্বকাপের প্রথম দলের কেউ নেই। তিনজন ক্রিকেটার এমন রয়েছেন, যাঁরা টি-২০ বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে ছিলেন। কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি। সেই তিনজনের মধ্যে শুভমন গিলকে দলের অধিনায়ক করা হয়েছে। সঙ্গে খেলছেন রিঙ্কু সিংহ ও পেসার খলিল আমেদ।
আর জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে একসঙ্গে তিন তরুণের অভিষেক হল ভারতের জার্সিতে। যাঁরা তিনজনই আইপিএলে নজর কেড়ে নিয়েছিলেন। অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন। তাঁর সিদ্ধান্তের মর্যাদা রাখলেন বোলাররা। দ্বিতীয় ওভারে শুরুটা করেছিলেন মুকেশ কুমার। তাঁর ডেলিভারিতে বোল্ড হয়ে যান ইনোসেন্ট কাইয়া। তারপর ভারতীয় স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেননি জ়িম্বাবোয়ের ব্যাটাররা। বোলারদের মধ্যে সেরা লেগস্পিনার রবি বিষ্ণোই। ৪ ওভারে ২টি মেডেন, মাত্র ১৩ রান খরচ করে ৪ উইকেট তাঁর। ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে নেন ২ উইকেট। জ়িম্বাবোয়ে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর ক্লাইভ মাডান্ডের। ২৫ বলে ২৮ রান করে অপরাজিত রইলেন তিনি।
শেষ যেবার জ়িম্বাবোয়ে সফরে গিয়েছিল ভারত, ২০১৬ সালের সেই সিরিজে প্রথম ম্যাচে জিতেছিল জ়িম্বাবোয়ে। সেই দলে ছিলেন সিকন্দর রাজা। এবার অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে হার বাঁচাতে পারবেন রাজা?
আরও পড়ুন: সাহস হয় কী করে! ভারতের কোন ক্রিকেটারকে বললেন প্রধানমন্ত্রী?