নয়াদিল্লি: ভারতীয় দল বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরই গিয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে প্রাতঃরাশ সারেন নরেন্দ্র মোদি (PM Modi)। প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন। সেখানেই কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সঙ্গে খুনসুটি করেন প্রধানমন্ত্রী। জিজ্ঞেস করেন, রোহিত শর্মাকে নাচানোর সাহস হয় কী করে!


ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পরই দেশে ফেরা হয়নি ভারতীয় ক্রিকেটারদের। হারিকেন বেরিলের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আটকে পড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর অবশেষে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।


বৃহস্পতিবার নয়াদিল্লিতে ফিরেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান ভারতীয় ক্রিকেটারেরা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে চা চক্রে যোগ দেন। গোটা দলকে শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী। ট্রফি নিতে যাওয়ার সময় রোহিত বিখ্যাত ডব্লিউ ডব্লিউ ই ফাইটার রিক ফ্লেয়ারের মতো করে স্টেপ ফেলেন। যা রীতিমতো ভাইরাল হয়। পরে জানা যায়, রোহিতকে এভাবে মঞ্চে ওঠার কথা বলেছিলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। 





প্রধানমন্ত্রী কুলদীপের সঙ্গে মজা করে বলেন, 'সাহস হয় কী করে যে তোমার ক্যাপ্টেনকে তুমি নাচালে?' তবে কুলদীপের জবাবও তৈরি ছিল। তিনি ঘাবড়ে যাওয়ার পাত্র নন। বলেন, 'আমি মোটেও অধিনায়ককে নাচাইনি। আমি শুধু এই স্টেপটা করতে বলেছিলাম। তবে আমি যেভাবে বলেছিলাম রোহিত ভাই সেভাবে করেনি।'


টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের একাদশে সুযোগ পাচ্ছিলেন না কুলদীপ। আমেরিকার মাটিতে হয়েছিল গ্রুপ পর্বের খেলা। সেখানে পেসাররাই ছড়ি ঘোড়াচ্ছিলেন। তবে নক আউট পর্বে, ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে জ্বলে ওঠেন কুলদীপ। তাঁর স্পিন ভেল্কি প্রতিপক্ষ শিবিরকে নাস্তনাবুদ করে ছাড়ে।         


কুলদীপ প্রধানমন্ত্রীকে বলেছেন, 'ভারতের হয়ে খেলতে আমি ভালবাসি। সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করাটা গর্বের ব্যাপার। দলে আমাকে আক্রমণাত্মক স্পিনারের ভূমিকা দেওয়া হয়েছিল। কোচ ও ক্যাপ্টেন আমাকে মাঝের ওভারগুলোয় উইকেটের জন্য ঝাঁপাতে বলেছিল। আমি এ নিয়ে তিনটি বিশ্বকাপ খেললাম আর প্রথমবার চ্যাম্পিয়ন হলাম। এর চেয়ে আনন্দের অনুভূতি হয় না।'



আরও পড়ুন: মেসির নিষ্প্রভ থাকার দিনে নায়ক দুই মার্তিনেজ়, কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।