IND vs ZIM 1st T20 Live: হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
Indian Cricket Team: টি-২০ ক্রিকেটে (T20 World Cup 2024) বিশ্বজয়ের পর দিন সাতেকও কাটেনি। জ়িম্বাবোয়ের (IND vs ZIM) কাছে হেরে গেল ভারত।
কিন্তু ভারতীয় ইনিংস শুরু হতেই দেখা গেল উলটপুরাণ। জ়িম্বাবোয়ের বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটাররা। টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয়ে গেল ১০২ রানে। ১৯.৫ ওভারে শেষ হয়ে গেল ভারতের জারিজুরি।
শনিবার, ২৯ জুন। শনিবার, ৬ জুলাই। মাঝে ঠিক এক সপ্তাহের ব্যবধান। বার্বাডোজ়ে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশবাসীকে গর্বের মুহূর্ত উপহার দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। হারারেতে জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হারতে হল। ১০২ রানে অল আউট ভারত।
০ রানে আউট মুকেশ কুমার। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ৯৮/৯। শেষ ২ ওভারে ভারতের চাই ১৮ রান।
১২ বলে ১৬ রান করে মাসাকাদজ়ার বলে আউট আবেশ খান। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ৮৪/৮। ম্যাচ জিততে ২৪ বলে আর ৩২ রান চাই ভারতের। ক্রিজে ওয়াশিংটন সুন্দর ও মুকেশ কুমার।
৮ বলে ৯ রান করে ফিরলেন রবি বিষ্ণোই। ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ৬১/৭।
আউট শুভমন গিল। ২৯ বলে ৩১ রান করে আউট হলেন ভারত অধিনায়ক। ভারতের স্কোর ১২ ওভারে ৫৪/৬।
১৪ বলে ৭ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন ধ্রুব জুড়েল। ৪৩ রান বোর্ডে তুলতেই পাঁচ উইকেট হারাল ভারত।
৯ ওভারে ৩৬ রান খরচ করে ৪ উইকেট খোয়ালো ভারত। ক্রিজে আছেন গিল (২৫), জুড়েল (১) রান করে।
৩ বলে ২ রান করে ফিরলেন পরাগ। তেন্ডাই চাতারার ওই ওভারেই ফিরলেন রিঙ্কু সিংহ (০)। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ২২/৪।
মাত্র ৭ রান করে ফিরলেন রুতুরাজ। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৬/২।
অভিষেকেই ০ রানে আউট অভিষেক। ২ ওভারের শেষে ভারতের স্কোর ৪/১।
টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup) ভারতের সামনে মুখ থুবড়ে পড়ল জ়িম্বাবোয়ে (IND vs ZIM)। হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করে মাত্র ১১৫/৯ স্কোরে আটকে গেল জ়িম্বাবোয়ের ইনিংস। ভারতের সামনে জয়ের লক্ষ্য ১১৬ রানের।
শেষ দিকে চালিয়ে খেলে ক্লাইভ মাডান্ডে ২৫ বলে অপরাজিত ২৯ রান করলেন। ২০ ওভারে জ়িম্বাবোয়ে তুলল ১১৫/৯।
১৬তম ওভারে কোনও রান না দিয়ে জোড়া উইকেট বিষ্ণোইয়ের। ১৮ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর ৯৮/৯।
ওয়াশিংটনের এক ওভারে পড়ল ২ উইকেট। ১৫ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর ৯০/৭।
সিকন্দর রাজাকে (১৭) ফেরালেন আবেশ খান। পরের বলেই রান আউট জোনাথন ক্যাম্পবেল (০)। ১২ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর ৭৪/৫।
বিষ্ণোইয়ের বলে বোল্ড মাধেভেরে (২১ রান)। ৯ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর ৬০/৩।
রবি বিষ্ণোইয়ের ওভারে ১৫ বলে ২২ রান করে বোল্ড হয়ে গেলেন ব্রেনেট। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর ৪০/২।
খলিলের বলে ১৪ রানে থাকা ব্রেনেটের ক্যাচ ফেললেন আবেশ খান। ৫ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর ৪০/১।
৩ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর ১৯/০।
মুকেশ কুমারের প্রথম বলেই ছিটকে গেল ইনোসেন্ট কাইয়ার (০) স্টাম্প। ২ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর ১৪/১।
নতুন বলে বোলিং শুরু খলিল আমেদের। ১ ওভারের শেষে জ়িম্বাবোয়ের স্কোর বিনা উইকেটে ৬ রান।
ভারতের জার্সিতে অভিষেক তিন তরুণের। অভিষেক শর্মা, ধ্রুব জুরেল ও রিয়ান পরাগ। টস জিতে জ়িম্বাবোয়েকে প্রথম ব্যাটিং করতে পাঠালেন শুভমন গিল।
প্রেক্ষাপট
হারারে: টি-২০ ক্রিকেটে (T20 World Cup 2024) বিশ্বজয়ের পর দিন সাতেকও কাটেনি। জ়িম্বাবোয়ের (IND vs ZIM) কাছে হেরে গেল ভারত। ২০২৪ সালে টি-২০ ক্রিকেটে এটাই প্রথম হার ভারতের।
নতুন টিম ইন্ডিয়া কারণ, ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ ক্রিকেটারই এই সিরিজে দলে নেই। পরিবর্তে নেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখ। দলের নেতৃত্বের দায়িত্বে শুভমন গিল। যিনি টি-২০ বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে ছিলেন। তবে কোনও ম্যাচে খেলার সুযোগ হয়নি।
এবার তাঁর নেতৃত্বেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। সঙ্গে এক ঝাঁক নতুন মুখ। আইপিএলে যাঁরা নজর কেড়েছিলেন। যেমন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের ব্যাটার আইপিএলে এতটাই সফল ছিলেন যে, অনেকে তাঁকে টি-২০ বিশ্বকাপের দলেও সম্ভাব্য হিসাবে ধরে রেখেছিলেন। যদিও বিশ্বকাপের দরজা খোলেনি অসমের তরুণের সামনে। বরং তিনি নিজে সুযোগ না পেয়ে এতটাই হতাশ ছিলেন যে, জানিয়ে দেন টি-২০ বিশ্বকাপ দেখবেন না। যা নিয়ে বিতর্কও কম হয়নি। রিয়ানের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ।
ঠিক যেমন বিশ্বকাপের দলে থাকলেও কোনও ম্যাচ না খেলা যশস্বী জয়সওয়ালের সামনেও সুযোগ এটা দেখানোর যে, আগামীতে তিনি ভারতীয় ক্রিকেটের ভরসা হয়ে উঠতে পারেন। আইপিএলে দুরন্ত পারফর্ম করা অভিষেক শর্মাও রয়েছেন দলে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে যিনি বিধ্বংসী ব্যাটিং করেছেন গোটা আইপিএলে।
রাহুল দ্রাবিড়ের কোচ হিসাবে মেয়াদ শেষ হয়েছে। নতুন কোচ কে হবেন, তা এখনও ঘোষিত হয়নি। এই সিরিজে কোচ হিসাবে দায়িত্ব নিয়ে গিয়েছেন ভি ভি এস লক্ষ্মণ। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে তাঁর ওপর আস্থার মর্যাদা রক্ষা করার দায়িত্ব লক্ষ্মণেরও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -