মুম্বই: পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া মহিলা দল। সিরিজের পঞ্চম (IND W vs AUS W 5th T20) তথা শেষ ম্যাচেও জয় পেল অজিরা। পরাজিত হল ভারত (Indian Women's Cricket Team)। ৪-১ সিরিজ হারলেন হরমনপ্রীত কৌররা। অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner) ও গ্রেস হ্যারিসের অর্ধশতরান ও হিদার গ্রাহামের দুরন্ত বোলিংয়ের সুবাদে ৫৪ রানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।


শতরানের পার্টনারশিপ


অস্ট্রেলিয়ার দুই ওপেনার বেথ মুনি (২) ও ফোবে লিচফিল্ডের (১১) কেউই বড় রান করতে পারেননি। থালিয়া ম্যাকগ্রা (২৬) ও এলিস পেরিও (১৮) এদিন বড় রান করতে ব্যর্থ হন। ৬৭ রানেই চারটি উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে পঞ্চম উইকেটে ১২৯ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান গার্ডনার ও হ্যারিস। গার্ডনার মাত্র ৩২ বলে ৬৬ ও হ্যারিস ৩৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে অঞ্জলি, দীপ্তি শর্মা (Deepti Sharma), শেফালি ভার্মা ও দেবিকা বৈদ্য একটি করে উইকেট নেন। জবাবে ভারতীয় ওপেনাররাও ইনিংসের শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেননি।


দীপ্তির লড়াই


৫০-র গণ্ডি পার করার আগেই ভারতীয় দল তিন উইকেট হারিয়ে ফেলে। শেফালি ১৩ রান করেন। অপর ওপেনার স্মৃতি মান্ধানাও মাত্র ৪ রানেই আউট হন। হরলীন দেওল ২৪ রানে সাজঘরে ফেরেন। ইনিংসের মাঝপথে ১০ ওভার শেষে ভারতীয় দল ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেন। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরও ১২ রানে ফেরেন। রিচা ঘোষ ১০ রান করেন। বিপাকে পড়া ভারতীয় দলের হয়ে অবশেষে কিছুটা লড়াই করেন দীপ্তি শর্মা। ৩৪ বলে ৫৩ রান করেন ভারতের তারকা অলরাউন্ডার। তবে তিনি ছাড়া আর তেমন কেউই রান পাননি। ভারতের লোয়ার মিডল অর্ডারও ব্যর্থ হয়।


শেষমেশ ১৪২ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় ইনিংস। অস্ট্রলিয়ার হয় গ্রাহাম সর্বাধিক চার উইকেট পান। গার্ডনার দুইটি উইকেট নেন। সিরিজে মোট ১১৫ রান ও সাতটি উইকেট নেওয়ার সুবাদে গার্ডনারকে সিরিজ সেরা ঘোষণা করা হয়। ম্যাচ সেরাও হন তিনি।


আরও পড়ুন: 'গিয়ে ডিম বিক্রি করো', খেলার চাপ নিয়ে অভিযোগ জানানো ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক কপিল