কলকাতা: ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) কখনই নিজের মতামত ব্যক্ত করতে দ্বিধা করেন না। অতীতেও বহুবার তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। তবে তাতে কখনও থামেননি ভারতীয় কিংবদন্তি। সম্প্রতি ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন কপিল। চাপ সহ্য করতে না পারা ক্রিকেটারদের খেলা ছেড়ে দিয়ে কলা, ডিম বিক্রি করার পরামর্শ দেন ক্ষুব্ধ কপিল দেব। 


বিস্ফোরক কপিল


কপিল দেবের মতে জাতীয় দল বা আইপিএল (IPL) খেলার সময় যাঁরা অত্যাধিক চাপ অনুভব করেন এবং সেই নিয়ে অভিযোগ করেন, তাঁদের খেলা চালিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বলেন, 'আমি প্রায়শই খেলোয়াড়দের বলতে শুনি যে আমরা আইপিএল খেলছি, প্রচুর চাপ থাকে আমাদের। এটা বলাটা তো খুবই সহজ। আমি ওদের বলব সম্পূর্ণভাবে খেলে ছেড়ে দিতে। কে ওদের খেলার জন্য জোর করছে? এই পর্যায়ে খেললে চাপ তো থাকবেই। ভাল করলে লোকজন প্রশংসা করবে, আবার খারাপ পারফর্ম করলে মন্দ কথা বলতেও ছাড়বে না। যদি সমালোচনা সহ্য নাই করতে পার, তাহলে খেলার কোনও দরকার নেই।'


কপিল দেবের মতামত খুবই স্পষ্ট। দেশের হয়ে খেলাটা গর্বের, সেটা কখনই চাপের বিষয় হতে পারে না। 'এদিকে তুমি জাতীয় দলের হয়ে খেলছ, আর অন্যদিকে চাপ নিয়ে অজুহাত দিচ্ছ? এটা কী করে সম্ভব? ১০০ কোটির একটি দেশের মধ্যে মাত্র ২০ জন মতো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পায়। সেই সুযোগ পেয়েও কেউ কীভাবে চাপ নিয়ে অজুহাত দিতে পারে? জাতীয় দলে সুযোগ পাওয়াটা তো গর্বের বিষয়। জনগণের থেকে এত ভালবাসা পাও তোমরা, সেটা নিয়ে গর্ব করো।' মত বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়কের।


চাপ না সৌভাগ্য


এরপরই যেসব খেলোয়াড়রা চাপের বিষয়ে অজুহাত দেন, তাঁদের উদ্দেশে কপিল বলেন, 'প্রেসার তো আমেরিকার শব্দ। কাজ করার ইচ্ছা না হলে করতে হবে না। কে জোর করছে? কলার দোকান, গিয়ে ডিম বিক্রি করো। একটা সুযোগ পেয়েছ, সেটাকে চাপ হিসাবে কেন দেখছ। এই সুযোগটাকে নিজের সৌভাগ্য মনে করে গোটা বিষয়টা উপভোগ করো।' প্রসঙ্গত, বেন স্টোকস থেকে বিরাট কোহলি, বহু ক্রিকেটারই সাম্প্রতিক সময়ে খেলার বাড়তি চাপ নিয়ে মুখ খুলেছেন। কপিল কী তাহলে বিরাটদের উদ্দেশেই এই মন্তব্যটি করলেন, উঠছে প্রশ্ন।


আরও পড়ুন: মেসির জার্সি পরে অনুশীলনে শাকিব, ক্রিকেট ছেড়ে মাতলেন ফুটবলে