চেন্নাই: মাঝে মাত্র দিন দুয়েকের ব্যবধান। ফের ভারতের কাছে হারল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। এবার আরও একপেশেভাবে।


শনিবার, ২৯ জুন টি-২০ বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজ়ে লড়াই করেও টিম ইন্ডিয়ার কাছে ৭ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররা তাও লড়াই করেছিলেন কিছুটা। কিন্তু চেন্নাইয়ে ভারতের মহিলা দলের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকার মহিলা দল। ১০ উইকেটে ম্যাচ হারল। একমাত্র টেস্ট ম্যাচে জিতে হাসি মুখে মাঠ ছাড়লেন হরমনপ্রীত কৌররা।


মহিলাদের টেস্ট ম্যাচ খুবই কম খেলা হয়। যে কারণে ভারতের এই সাফল্য আরও মধুর ক্রিকেটপ্রেমীদের কাছে। চিপকে ভারতীয় ক্রিকেট নতুন এক উচ্চতা স্পর্শ করল। প্রথমে ব্যাট করে ৬০৩ রানের বিরাট স্কোর তুলেছিল ভারতীয় মহিলা দল। ১৪৯ রান করেছিলেন স্মৃতি মান্ধানা। সেই সঙ্গে দুরন্ত ডাবল সেঞ্চুরি করেন শেফালি বর্মা। ১৯৭ বলে ২০৫ রান করেন। ওয়ান ডে ক্রিকেটের ঢঙে খেলে। ২৩ চার ও ৮ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ৬০৩/৬ স্কোর তোলার পর ডিক্লেয়ার করেছিল ভারত। 


জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৬৬ রানে। স্নেহ রানা ৭৭ রানে ৮ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও অফস্পিনার স্নেহ রানার ঘূর্ণির জালে আটকে পড়েন প্রোটিয়া ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট ও সিউন লাস সেঞ্চুরি করেন। ১২২ রান করেন লরা। ১০৯ রান করেন সিউন। কিন্তু তাঁরা দুজন ফিরতেই ধস নামে দক্ষিণ আফ্রিকা ইনিংসে। ৩৭৩ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।


ভারতের সামনে ম্যাচ জেতার জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৭ রান। কোনও উইকেট না হারিয়ে যে লক্ষ্যপূরণ করে ভারত। শুভা সতীশ ১৩ ও শেফালি বর্মা ২৪ রানে অপরাজিত ছিলেন। মাত্র ৯.২ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত। ১০ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে একমাত্র টেস্ট হেলায় জিতে নিয়েছেন হরমনপ্রীত কৌররা।


২ ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্নেহ রানা।


আরও পড়ুন: অবসর নেবেন আগেই ঠিক ছিল? রোহিতের পরিকল্পনা ফাঁস করলেন শৈশবের কোচ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।