সন্দীপ সরকার, কলকাতা: ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাচের শেষেই যিনি সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালককে জানিয়ে দেন, এটাই ভারতের জার্সিতে তাঁর শেষ টি-২০ ম্যাচ। টি-২০ ক্রিকেটে বিশ্বজয়ের রাতে কোহলির অবসর ঘোষণায় বেশ হতচকিত হয়ে গিয়েছিলেন ভক্ত, অনুরাগীরা।


কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে, তার ঘণ্টা খানেকের মধ্যে আসতে চলেছে আরও এক বড় ঘোষণা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মাও (Rohit Sharma)। বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার রাতেই। ক্রিকেটপ্রেমীরা হতবাক। চমকে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞরাও।


বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার হয়ে মাঠে নামছেন, এই অনুভূতি চেটেপুটে উপভোগ করার জন্য ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। সেখানে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করার রাতেই সরে দাঁড়ানোর বার্তা রোহিতের!


তবে রোহিতের ঘনিষ্ঠ বৃত্তে খোঁজ নিয়ে জানা গেল, অবসরের এই সিদ্ধান্ত তাঁদের অন্তত অবাক করেনি। পূর্বপরিকল্পিতই ছিল। এমনকী, ভারত যদি বিশ্বকাপ না-ও জিতত, তাহলেও টি-২০ ক্রিকেটে আর মেন ইন ব্লুজ়ে দেখা যেত না রোহিতের।


'আমি এতটুকু অবাক হইনি ওর সিদ্ধান্তে। ৩৭ বছর বয়স ওর। ফিটনেস ধরে রাখাটা চাট্টিখানি কথা নয়। ও মোটামুটি ভেবেই রেখেছিল যে, টি-২০ বিশ্বকাপই আন্তর্জাতিক পর্যায়ে এই ফর্ম্যাটে ওর শেষ টুর্নামেন্ট। সেই ইঙ্গিত আমাদের কাছেও ছিল,' মুম্বই থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে বলছিলেন দীনেশ লাড। সেই গর্বিত কোচ, যাঁর হাত ধরে রোহিতের উত্থান। রোহিতের ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ হয়েছে যাঁর পরিচর্যায়। 


রোহিতের ব্যক্তিগত কোচ বলছিলেন, 'টি-২০ ক্রিকেট অনেক বেশি ধকলের খেলা। সংক্ষিপ্ত ফর্ম্যাট হলেও মাঠে সব কিছু এত দ্রুত হয়ে যায় যে, মানসিক ক্লান্তিও থাকে। ভারত বিশ্বচ্যাম্পিয়ন না হলেও ও এই সিদ্ধান্ত নিত। সঠিক সিদ্ধান্ত।'


আন্তর্জাতিক টি-২০ থেকে রোহিতের অবসরে ভারতীয় ক্রিকেটের উপকার হয়েছে, উপলব্ধি দীনেশের। কেন? 'কারণ, ও আরও বেশিদিন ওয়ান ডে ও টেস্ট ক্রিকেট খেলতে পারবে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। প্রচুর ভাল ভাল টেস্ট সিরিজ রয়েছে। ব্যাটার রোহিতের এখনও অনেক কিছু দেওয়ার আছে। টি-২০ না খেললে ও আরও ফিট আর তরতাজা থেকে বাকি দুই ফর্ম্যাটে মাঠে নামতে পারবে,' বলছিলেন দীনেশ।


ছাত্রের পাল্টে যাওয়া ব্যাটিং দেখে গুরু মুগ্ধ। দীনেশের কথায়, 'রোহিত বরাবরই আগ্রাসী ব্যাটার। ভুলে যাবেন না ওয়ান ডে ক্রিকেটে রেকর্ড ২৬৪ রয়েছে ওর ঝুলিতে। তবে টি-২০ ক্রিকেটে ওর মনোভাব সম্পূর্ণ বদলে ফেলেছে ইদানীং। ভয়ডরহীন ক্রিকেট খেলছিল। পাওয়ার প্লে-তেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য ব্যাট করছিল। ওর নিঃস্বার্থ ক্রিকেট ভারতের বিশ্বকাপ জেতার নেপথ্যে অন্যতম বড় কারণ।'


আরও পড়ুন: ম্যাচের সেরা হয়ে বিরাট ঘোষণা, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর কোহলির


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।