নর্দাম্পটন: তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অনেকে রোহিত শর্মা, বিরাট কোহলির সম্ভাব্য পরিবর্ত হিসাবে ভাবছেন অনেকে। যদিও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে রান পাচ্ছিলেন না। অবশেষে রানে ফিরলেন ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran)। তাঁর এবং কে এল রাহুলের (KL Rahul) হাফসেঞ্চুরি এবং তাঁদের মধ্যে অর্ধশতরানের জুটিতে ভারত এ দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিনে রবিবার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৬৩ রান করে তাদের মোট লিডকে ১৮৪ রানে পৌঁছে দিয়েছে।
ঈশ্বরন (৮০ রান, ৯২ বল, ১০টি চার) এবং রাহুল (৫১ রান, ৬৪ বল, ন'টি চার) দ্বিতীয় উইকেটে ৮৮ রান যোগ করেন। দিনের খেলা শেষে ধ্রুব জুরেল ৬ এবং নীতীশ কুমার রেড্ডি ১ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে বাঁহাতি ফাস্টবোলার খলিল আমেদ (৭০ রানে চার উইকেট)-এর চার উইকেটের সুবাদে ভারত এ ইংল্যান্ড লায়ন্সকে ৩২৭ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসের ভিত্তিতে ২১ রানের লিড নেয়। ভারত এ প্রথম ইনিংসে ৩৪8 রান করে।
দ্বিতীয় ইনিংসে ভারত এ-র শুরুটা ভাল হয়নি এবং যশস্বী জয়সওয়াল ১২ বলে ৫ রান করার পর জর্জ হিলের (১৮ রানে ১ উইকেট) বলে উইকেটরক্ষক জেমস রেভের হাতে ক্যাচ দেন। ঈশ্বরন এবং প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রাহুলের সঙ্গে ইনিংসের হাল ধরেন।ঈশ্বরন জর্জ হিলের বলে বাউন্ডারি মেরে ১৩তম ওভারে দলের স্কোর ৫০ রান পার করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলেও রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার এই ক্রিকেটার জাতীয় দলে এই প্রথম ডাক পেয়েছেন তা নয়। এর আগেও দলে ছিলেন। তবে টেস্ট অভিষেক হয়নি। ভারতীয় এ দলে নিয়মিত খেলছেন। নেতৃত্বও দিচ্ছেন। টেস্টেও এর আগে একাধিক সিরিজে ডাক পেয়েছেন। গত কয়েক বছর ধরেই কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়। কিন্তু খেলার সুযোগ আর হয়নি। এ বার সেই অপেক্ষার অবসান হতে পারে কি না, দেখার অপেক্ষায় সকলে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বড় রান পেলেন। যদিও সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকবে তাঁর।
করুণ নায়ার (১৫) জ্যাকের বলে দুটি চার মারেন, এছাড়াও ফারহান আহমেদের একটি বল বাউন্ডারিতে পাঠান, কিন্তু পরে ওকসের বলে টম হেইন্সের হাতে ক্যাচ দেন। ১৬ বল ক্রিজে ছিলেন তিনি।