হায়দরাবাদ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে (Rajiv Gandhi Stadium) প্রথম টেস্ট খেলতে নেমে পড়বে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। দুই শক্তিধর দেশের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। গুরুত্বপূর্ণ সিরিজ়ের বেশ আগেভাগেই ভারতে চলে এসেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। জমিয়ে অনুশীলন সারছেন তাঁরা। রোহিত শর্মারাও হায়দরাবাদ পৌঁছে ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে ইতিহাস কী বলছে? হায়দরাবাদের jরাজীব গাঁধী স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) টেস্ট ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড কেমন পারফর্ম করেছে?


ভারতের এই মাঠে রেকর্ড কিন্তু খুবই ঈর্ষণীয়। এখনও পর্যন্ত রাজীব গাঁধী স্টেডিয়ামে লাল বলের ক্রিকেটে ভারতীয় দল অপরাজিত। টিম ইন্ডিয়া হায়দরাবাদের মাঠে পাঁচটি টেস্ট খেলে এখনও পর্যন্ত চারটিতে জয় পেয়েছে। ড্র হয়েছে একটি ম্যাচ। ইংল্যান্ড অবশ্য এখনও পর্যন্ত এই মাঠে কখনও টেস্ট ম্যাচ খেলেনি। ভারত এমনিতেও বিগত ১২ বছর ধরে ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ়ে হারেনি। সব প্রতিপক্ষের বিরুদ্ধেই দাপট দেখিয়েছে ভারতীয় দল। তবে শেষ দল হিসাবে ভারতের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে টেস্টে সিরিজ়ে কিন্তু ইংল্যান্ডই জয় পেয়েছিল। তাই এবারের মোকাবিলাটা বেশ হাড্ডাহাড্ডি হবে বলে আশা করাই যায়।


প্রথাগতভাবে রাজীব গাঁধী স্টেডিয়ামে বড় রানের স্কোর উঠতে দেখা যায়। মাঠে গড় স্কোরই ৪০৫। সাধারণত টস জেতা এই মাঠে লাভজনক। ৬৬.৬৬ শতাংশ ক্ষেত্রে টসজয়ী দল রাজীব গাঁধী স্টেডিয়ামে ম্যাচও জিতেছে। তবে টস জিতে প্রথমে ব্যাটিং বা বোলিংয়ের সিদ্ধান্তের ওপর দলের ভাগ্য কিন্তু এখানে অন্তত নির্ভরশীল নয়। প্রথমে এবং পরে উভয়ক্ষেত্রেই ব্যাট করা দল এখানে দুইটি করে ম্যাচ জিতেছে। 


তবে সিরিজ় শুরুর আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা। প্রথম দুই টেস্ট থেকে ব্যক্তিগত কারণে সরে দাড়িয়েছেন বিরাট কোহলি। বোর্ডের তরফে জানানো হয়েছে এই সময়ে কোহলির সরে দাঁড়ানোর কারণ নিয়ে যেন কোনওরকম জল্পনা না করা হয়। যদিও তাতে কৌতূহল থামছে না। তাহলে কি অনুষ্কা শর্মার সন্তানসম্ভবা হওয়ার খবর সঠিক? সন্তান জন্মের সময় অনুষ্কার পাশে থাকবেন বলেই কি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি?


ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, কোহলি বোর্ডের কাছে প্রথম দুই টেস্টে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন কোহলি। সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েই বড় রেকর্ড গড়ার হাতছানি রোহিত, অশ্বিনের সামনে