মুম্বই: মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের (BCCI) তরফে বর্ষসেরাদের পুরস্কার দেওয়া হবে। সেই অনুষ্ঠানেই সম্মান জানানো হবে কৃতি প্রাক্তনীদেরও। খবর অনুযায়ী, বিসিসিআইয়ের তরফে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী (Ravi Shastri) ও প্রাক্তন উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার (Farokh Engineer)। হায়দরাবাদে এই অনুষ্ঠান আয়োজিত হবে। বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার শুভমন গিলের (Shubman Gill) হাতে উঠতে চলেছে বলেই শোনা যাচ্ছে।


রবি শাস্ত্রী ভারতের হয়ে ৮০ টি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি ১৫০টি ওয়ান ডে ম্যাচও খেলেছেন। ক্রিকেটার হিসাবে অবসর গ্রহণের পর ধারাভাষ্যকার হিসাবে সুখ্যাতি অর্জন করেন শাস্ত্রী। এখানেই শেষ নয়। তিনি দুই দফায় ভারতীয় কোচিং স্টাফের অংশও ছিলেন। ২০১৪ থেক ২০১৬ সাল পর্যন্ত শাস্ত্রী টিম ইন্ডিয়ার ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। তারপর ২০১৭ সাল থেকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীকে ভারতীয় দলের হেড কোচের ভূমিকায় দেখা যায়।


অপরদিকে, ফারুখ ইঞ্জিনিয়ার জাতীয় দলের হয়ে ৪৬টি টেস্টে ৩১.০৮ গড়ে মোট ২৬১১ রান করেছিলেন। পাঁচটি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। শুভমন গিলের গত বছরটা স্বপ্নের মতোই কেটেছে। তিনি ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক রানসংগ্রাহক হন। এছাড়াও দ্রুততম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডেতে দুই হাজার রানের গণ্ডিও পার করেন গিল। পাঁচটি শতরান হাঁকান। সেই দুরন্ত মরশুমেরই পুরস্কার পেতে চলেছেন তিনি। এনারা বাদেও ২০১৯-২০ থেকে ২০২২-২৩ মরশুম পর্যন্ত ঘরোয়া ক্রিকেট মাতানো একাধিক ক্রিকেটারদেরও মঙ্গলবার পুরস্কৃত করার কথা।


সরে দাঁড়ালেন কোহলি


ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli)। ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যদিও কেন বিরাট বেন স্টোকসদের বিরুদ্ধে খেলবেন না, তা জানায়নি বোর্ড। বরং জানিয়েছে, এ নিয়ে যেন জল্পনা না করা হয়।


যদিও তাতে কৌতূহল থামছে না। তাহলে কি অনুষ্কা শর্মার সন্তানসম্ভবা হওয়ার খবর সঠিক? সন্তান জন্মের সময় অনুষ্কার পাশে থাকবেন বলেই কি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি? ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, কোহলি বোর্ডের কাছে প্রথম দুই টেস্টে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন কোহলি। সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। 


ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত বিরাট! ১৮ নম্বর জার্সিধারীর সঙ্গে ছবি তুলতে অযোধ্যার রাস্তায় হুড়োহুড়ি