মুম্বই: ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে হেরে বসে আছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই পরিস্থিতিতে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে চলা মুম্বই টেস্ট ভারতের জন্য সম্মানরক্ষার লড়াই হতে চলেছে। তার থেকেও বড় কথা কিউয়িদের বিরুদ্ধে যদি হোয়াইটওয়াশ হতে হয়। তাহলে বর্ডার-গাওস্কর ট্রফির আগে বেশ চাপে থাকবে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছেই মুম্বইয়ের বাউন্সি পিচের কথা মাথায় রেখে কি অতিরিক্ত কোনও পেসার খেলাতে পারে রোহিত বাহিনী? 


কিছুদিন আগেই ESPN ক্রিনইফোর প্রতিবেদনে জানানো হয়েছিল যে শেষ টেস্টের আগে ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হর্ষিত রানা। তবে কি ওয়াংখেড়েতে অভিষেক হতে চলেছে হর্ষিতের? সাংবাদিক বৈঠকে এসে গম্ভীরের সহকারী অভিষেক নায়ার অবশ্য পুরো তথ্যটাই ভুয়ো বলে উড়িয়ে দিলেন। তিনি, ''আমরা এই মুহূর্তে দলে আলাদা করে কোনও পরিবর্তন চাইছি না। সবাই জানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়াটাই আসল লক্ষ্য। কিন্তু এই মুহূর্তে প্রতি ম্য়াচ করে আমরা আলাদা আলাদা ভাবে ভাবতে চাইছি।''


কেকেআরের জার্সিতে গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হর্ষিত। গম্ভীর তখন নাইট দলের মেন্টর ছিলেন। স্বাভাবিকভাবেই গম্ভীর ভারতের কোচ হয়ে আসার পরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন হর্ষিত। কিন্তু অভিষেক যদিও করা হয়নি।


কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় হারলেও, ভারতীয় দল কিন্তু এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে। তবে শীর্ষে টিম ইন্ডিয়ার ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। নিউজ়িল্যান্ডের কাছে সিরিজ হারের পর ভারতই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল। ভারতের প্রাপ্ত পয়েন্ট ৯৮। যদিও জয়ের শতকরা হার ৬৮.০৫ শতাংশ থেকে কমে ৬২.৮২ শতাংশ হয়ে গেল রোহিত শর্মাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া কার্যত ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ।       


রিপোর্ট অনুযায়ী বাকি দুই টেস্টের মতো স্পিন সহায়ক নয়, মুম্বইয়ের ২২ গজ হোক স্পোটিং, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট এমনটাই চাইছে। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'এটা স্পোর্টিং পিচ হবে। এখন পিচে খানিকটা ঘাস রয়েছে। পিচটা ম্যাচের প্রথম দিন ব্যাটিং সহায়কই হবে। তবে দ্বিতীয় দিন থেকে স্পিনারদের সাহায্য করবে।' 


ওই একই রিপোর্টে দাবি করা হচ্ছে যে বিসিসিআইয়ের পিচ প্রস্তুতকারকদের চিফ আশিস ভৌমিক এবং এলিট প্যানেল কিউরেটর তাপস চট্টোপাধ্যায় ওয়াংখেড়ের পিচ প্রস্তুতকারক রমেশ মামুনকরের সঙ্গে দেখা করেন এবং পিচের বিষয়ে আলোচনা করেন।