হাংঝৌ: বৃষ্টিতে ভেস্তে গেল ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) ক্রিকেটের স্বর্ণপদক ম্যাচ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত (IND vs AFG)। ব়্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকায় আফগানদের বদলে সোনা এল ভারতের ঝুলিতে।

  


ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। বৃষ্টির জেরে এমনিই দেরি করে শুরু হয় এই ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। ম্যাচের দ্বিতীয় ওভারেই জুবেইদ আকবারিকে মাত্র পাঁচ রানে সাজঘরে ফেরত পাঠান শিবম দুবে। মহম্মদ শেহজাদও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। পরের ওভারেই চার রানে তাঁক আউট করেন অর্শদীপ সিংহ। মাত্র নয় রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে আফগানরা।


ইনিংসের চতুর্থ ওভারে আফগানদের সমস্যা আরও বাড়ে। মাত্র এক রানে রান আউট হয়ে নুর আলি জাদরানকে ফিরতে হয়। ১২ রানে তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল আফগানিস্তানের ইনিংস। এমন পরিস্থতিতে শাহিদুল্লা এবং আফসার জাজাই ইনিংস সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নেন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৩৭ রান যোগ করেন। তবে জাজাই একেবারেই দ্রুত গতিতে রান করতে পারছিলেন না। তাঁর ইনিংস থামান রবি বিষ্ণোই। করিম জানাতও এক রানের বেশি করতে পারেননি। ৫২ রানে আফগানিস্তানের অর্ধেক দল সাজঘরে ফেরে।


 






অপরদিকে, পরপর উইকেট পড়তে থাকলেও অবশ্য শাহিদুল্লা ক্রিজে টিকে থেকে নিজের লড়াই চালাতে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন গুলবদিন নাইব। ষষ্ঠ উইকেটে দুইজনে মিলে ৪৫ বলে ৬০ রান যোগ করেন। ১৮.২ ওভারে আফগানিস্তান পাঁচ উইকেটের বিনিময়েই ১১২ রান তোলে। তবে এমন অবস্থায় ফের একবার ম্যাচে বৃষ্টি ঘটায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ভারতীয় দল ব্যাটিংই করতে নামতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হয়। তবে সোনা জিত নেয় ভারত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাবা হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেমার, ঘরে এল কন্যাসন্তান