নয়াদিল্লি: পরের বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আসর বসার কথা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু হিসাবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল (Indian Cricket Team) আদৌ পড়শি দেশে খেলতে যাবে কি না, সেই নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডের (BCCI) তরফে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এবং টুর্নামেন্টের সমস্ত স্টেকহোল্ডারদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচ খেলতে পাকিস্তানে যাবে না।


ভারতীয় বোর্ড দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই বিসিসিআই চায় কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে আয়োজিত হোক। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'হ্যাঁ, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা নিয়ে নিজেদের উদ্বেগের কথা বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ওরা নিরপেক্ষ কোনও স্থানে ম্যাচ আয়োজনের পক্ষে এবং দুবাই ভারতীয় দলের ম্যাচগুলি আয়োজনের জন্য জোরাল দাবিদার।'


আইসিসির তরফে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি তৈরি হয়ে গিয়েছে। খবর অনুযায়ী সেই সূচির মতে ভারতীয় দলের লাহৌরে নিজেদের ম্যাচগুলি খেলার কথা ছিল। কিন্তু এই সূচি নিয়ে কোনওরকম আলোচনা এর আগে হয়নি। শোনা যাচ্ছিল, আসন্ন সোমবার, আইসিসির তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশিত হবে। তবে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর নতুন করে আবার গোটা প্রক্রিয়াটি করা হবে এবং তারপরেই সর্বসমক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচিটি আয়োজিত হবে। 


দুবাই কিন্তু এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ভাল বিকল্প। কারণ সাম্প্রতিককালে সেখানে একাধিক বড় টুর্নামেন্ট তথা ম্যাচ আয়োজন করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। সদ্যই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে সেখান থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার পরেও, তা মরুদেশেই সফলভাবে আয়োজিত হয়েছিল। এই বিষয়ে উক্ত সূত্র জানান, 'দুবাইয়ে ম্যাচ আয়োজন করা নিয়ে কোনও সমস্যা নেই। হোটেল বা যাতায়াত, খাওয়া, দাওয়া কোনওকিছু আয়োজনেই কোনও সমস্যা নেই ওখানে। সহজেই সবটা করা যাবে। দুবাইয়ে ম্যাচ আয়োজিত হলে সবটাই আইসিসির নিয়ন্ত্রণে থাকবে।' 


১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মুখোমুখি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, ফের জিতবে ভারত, না ফাইনাল হারের বদলা নেবে দক্ষিণ আফ্রিকা?