দুবাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh) একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। দুই পড়শি দেশের লড়াই ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। দুই দলই জয়ের মাধ্যমে মেগা টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবে।
গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট তথা শেষ আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন ভারত নিঃসন্দেহেই টুর্নামেন্ট জেতার অন্যতম বড় দাবিদার। তবে মতান্তরে দলের সেরা বোলিং অস্ত্র যশপ্রীত বুমরা চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। বুমরার অনুপস্থিতিতে কিন্তু ওপার বাংলার দলের সামনে শুরুতেই বড় অঘটন ঘটানোর হাতছানি রয়েছে।
দুই দলের সাম্প্রতিক ফর্ম কিন্তু একেবারে ভিন্ন ধরনের। ভারতীয় দল সদ্যই ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল থেকে রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানারা সকলেই বেশ ছন্দেই রয়েছেন। বাংলাদেশের জন্য ছবিটা উল্টো। গত ডিসেম্বরের পর থেকে তো টাইগাররা কোনও আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছিল টাইগারদের। সেই সিরিজ়ের আগে সংযুক্ত আরব আমিরশাহিতেই আফগানিস্তানের বিরুদ্ধে ১-২ সিরিজ় হারতে হয়েছিল শান্তদের।
ভারতের বিরুদ্ধেও সেই মরুদেশেই মাঠে নামছে বাংলাদেশ। তাই নিঃসন্দেহেই টাইগাররা চাপে থাকবে। উপরন্তু, দুবাইয়ের মাঠে ভারতীয় দলের রেকর্ডও শান্তদের চিন্তা বাড়াবে। টিম ইন্ডিয়া এই মাঠে ৫০ ওভারের ফর্ম্যাটে মোট ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে ভারত, ড্র হয়েছে একটি ম্যাচ। পছন্দের মাঠে ফের একবার রোহিত বাহিনী প্রবল আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দল কিন্তু এবারে স্পিন নির্ভরশীল। দুবাইয়ের পিচেও স্পিনাররা সাহায্য পাবেন। তাই ম্যাচের রং বদলাতে রবীন্দ্র জাডেজাদের ওপর গুরুদায়িত্ব থাকবে। জাডেজার সঙ্গে আর কোন স্পিনার একাদশে সুযোগ পান সেই দিকেও নজর থাকবে। নজর থাকবে ভারতের বোলিং কম্বিনেশনের দিকেও। তিন স্পিনার না বাড়তি ফাস্ট বোলার, ভারতীয় ম্যানেজমেন্ট কাদের নিয়ে মাঠে নামবে সেটাই দেখার।
ঐতিহাসিকভাবে ৫৮টি ওয়ান ডে ম্যাচে ৩৪ বার দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল ম্যাচ জিতেছে। তবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে কিন্তু অল্প হলেও বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির ৩৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হতে পারে। তাই ম্যাচের টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মঞ্চ প্রস্তুত, খেলোয়াড়রাও তৈরি, এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরুর। দুই পড়শি দেশের ২২ গজের লড়াই শেষে কারা জয়ের হাসি সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: পিছু হটল BCCI! চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের সঙ্গে রোহিত, কোহলিদের থাকার অনুমতি দিল বোর্ড?