মুম্বই: পিঠের চোটের কারণে বিগত পাঁচ মাসে মাঠের বাইরেই রয়েছেন ভারতের (Team India) তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের কারণে তাঁর আসন্ন আইপিএলে খেলা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এরই মাঝে খবর তিনি নিজের অস্ত্রোপ্রচার করাতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে উড়ে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই (BCCI) ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) তরফে এক কিউয়ি সার্জেন রোয়ান সোটেনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলেই শোনা যাচ্ছে।


নিউজিল্যান্ডে পাড়ি


মাত্র দিন দু'য়েক আগেই বুমরার অস্ত্রোপ্রচার করাবেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। তার পরে পরেই ভারতের তারকা বোলারের নিউজিল্যান্ডে যাওয়ার খবর সামনে আসছে। শোনা যাচ্ছে এই রোয়ানই নাকি ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চারের সঙ্গেও অতীতে কাজ করেছেন। এবার তাঁর মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থকেও সুস্থ করে তোলার দায়িত্বও তিনিই পেতে চলেছেন। খবর অনুযায়ী বুমরা অস্ত্রোপ্রচারের পর চোট সারিয়ে আবার এ বছরের সেপ্টেম্বর মাস নাগাদ মাঠে ফিরতে পারবেন।


বড় ক্ষতি


অর্থাৎ শুধুই আইপিএল নয়, ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলে, সেখানেও অশ্বিনকে খেলতে দেখা যাবে না। ৭ জুন থেকে ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।গত বছরের এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও চোটের কারণে বুমরা খেলতে পারেননি। বুমরার এই দীর্ঘ সময় না থাকাটা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা তো বটেই, আইপিএল না খেললে তা তাঁর ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বিরাট দুঃসংবাদ।


গত বছরের আইপিএলে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল। এ মরসুমে ভাগ্য বদলের আশায় মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন পল্টনরা। গত বছর চোটের কারণে জোফ্রা আর্চার মুম্বইয়ের হয়ে মাঠে নামতে পারেননি। এ মরসুমে আশা করা হচ্ছিল জোফ্রা ও যশপ্রীতের আগুন ফাস্ট বোলিং মুম্বইকে আবারও ভাল পারফর্ম করতে সাহায্য করবে। তবে মুম্বই সমর্থকদের হয়তো এই দুই তারকাকে একসঙ্গে বল হাতে দেখার জন্য আরও একটি মরসুম অপেক্ষা করতে হতে পারে। 


বুমরা সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব সারছেন। তবে এখনও তাঁর চোটের স্থানে অশ্বস্তি রয়েইছে। তাই তাঁকে নিয়ে কোনওরকম কোনও ঝুঁকি নিতে প্রস্তুত নয় ভারতীয় ম্যানেজমেন্ট। এ বছর অক্টোবর নভেম্বরে ভারতেই বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখেই বুমরাকে চোট সারিয়ে তোলার জন্য বাড়তি সময় দিতে চায় ভারতীয় বোর্ড। 


আরও পড়ুন: ইনদওরে বল হাতে আগুন ঝরিয়ে নতুন কীর্তি গড়লেন উমেশ