ইনদওর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) প্রথম দিনেই নাস্তানাবুদ হতে হয় ভারতীয় ব্যাটারদের। অজি স্পিনারদের দাপটে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। জবাবে অস্ট্রেলিয়া বড় রানের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে দ্বিতীয় দিনে বল হাতে আগুন ঝরান উমেশ যাদব (Umesh Yadav) ও আর অশ্বিন। মাত্র ১১ রানের মধ্যে অস্ট্রেলিয়া ছয় উইকেট হারিয়ে ১৯৭ রানেই অল আউট হয়ে যায়।


উমেশের মাইলফলক


এই ম্যাচেই বিধ্বংসী স্পেলে এক নতুন কীর্তি গড়লেন ভারতের তারকা ফাস্ট বোলার। দেশের মাটিতে ১০০টি টেস্ট উইকেট নিয়ে ফেললেন উমেশ। মিচেল স্টার্কের উইকেট ছিটকে দিয়েই দেশের মাটিতে শততম উইকেটটি নিয়ে ফেললেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে উমেশের ৩১টি টেস্ট ম্যাচ লাগে। উমেশ এদিন ৫ ওভারে মাত্র ১২ রান খরচ করে তিনটি উইকেট নেন। উমেশের তিনটি উইকেট বাদে অশ্বিনও তিন উইকেট নেন এবং রবীন্দ্র জাডেজা নেন চারটি উইকেট। 


অশ্বিনের রেকর্ড   


বল হাতে নতুন কীর্তি গড়লেন আর অশ্বিন (R Ashwin)। ভেঙে দিলেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ড। ইনদওর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন অশ্বিন। সেই সঙ্গে তিনি ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এখন সবচেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকায় কপিলকেও ছাড়িয়ে গেলেন অশ্বিন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে ফেরানোর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬৮৮ উইকেট হয়ে গেল অশ্বিনের। তিনি পেরিয়ে গেলেন কপিল দেবের ৬৮৭ আন্তর্জাতিক উইকেটের রেকর্ড। ৪৪৮ ইনিংসে যে নজির গড়েছিলেন কপিল। অশ্বিন অবশ্য কিংবদন্তি অলরাউন্ডারের চেয়ে অনেক কম ইনিংস নিলেন। ৩৪৭ ইনিংসে ৬৮৮ উইকেট হয়ে গেল অশ্বিনের।


টেস্টে ১৭১ ইনিংসে ৪৬৬ উইকেট হয়ে গেল অশ্বিনের। তাঁর বোলিং গড় মাত্র ২৩.৯৩। অর্থাৎ, প্রতি ২৩.৯৩ রান খরচ করে একটি করে উইকেট নিয়েছেন অশ্বিন। পাশাপাশি ওয়ান ডে-তে ১৫১টি ও টি-টোয়েন্টিতে ৭২টি উইকেট রয়েছে অশ্বিনের। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট অনিল কুম্বলের। সব ফর্ম্যাট মিলিয়ে ৪৯৯ ইনিংসে ৯৫৩ উইকেট রয়েছে কুম্বলের। হরভজন সিংহ রয়েছেন তালিকায় দুই নম্বরে। তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৪৪২ ইনিংসে ৭০৭ উইকেট রয়েছে ভাজ্জির। তাঁর ঠিক পিছনে, তিন নম্বরে অশ্বিন। সব কিছু ঠিকঠাক চললে অশ্বিনের হরভজনের রেকর্ড ভেঙে দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা।                                   


আরও পড়ুন: এক-একটির দাম প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা! বিশ্বকাপজয়ী দলকে সোনার আই ফোন দিচ্ছেন মেসি