দুবাই: বোলারদের ক্রমতালিকায় তিনিই শীর্ষে ছিলেন। কিন্তু সিংহাসন খোয়াতে হল জসপ্রীত বুমরাকে (Jasprit BUmrah)। আইসিসির সদ্য প্রকাশিত বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে ৯ উইকেট নিয়েছিলেন। যার সুফল পেলেন ক্রমতালিকাতেও। অন্যদিকে কিউয়িদের বিরুদ্ধে পুণে টেস্টেও খুব একটা আহামরি পারফরম্য়ান্স করতে পারেননি ভারতের তারকা পেসার। তিনি তাই তালিকায় তিনে নেমে গিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।
বোলারদের তালিকায় চার নম্বরে ছিলেন রাবাডা। অন্য়দিকে তিনে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু মীরপুর টেস্টের পর রাবাডা তালিকায় এক নম্বরে চলে এলেন। ২৯ বছরের পেসার বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে প্রথম ইনিংস বল করার সময় বিশ্বের বোলারদের তালিকায় দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। সেই ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন। যার সৌজন্যে ২০১৪ সালের পর এশিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকা ফের টেস্ট ম্য়াচ জিতেছিল।
এই মুহূর্তে বোলারদের তালিকায় চতুর্থ স্থানে আছেন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কামিন্স চার থেকে নেমে পাঁচে এখন। অন্য়দিকে ভারতের রবীন্দ্র জাডেজাও প্রথম দশ আছেন এই তালিকায়। তিনি আট নম্বরে আছেন। অলরাউন্ডারদের তালিকায় অবশ্য জাডেজাই শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে অশ্বিন। ভারতের আরেক অলরাউন্ডার অক্ষর পটেল রয়েছেন সপ্তম স্থানে।