মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচ (Indian Cricket Team Coach) হিসেবে যোগ দিয়েছেন ইতিমধ্যেই। বোর্ডের কাছে একাধিক শর্তও রেখেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিজের পছন্দে সাপোর্ট স্টাফ বেছে নিতে চান, এমনটাও জানিয়েছিলেন তিনি। এবার শোনা যাচ্ছে যে কেকেআরে গম্ভীরের নেতৃত্বে খেলা রায়ান টেন ডোসখাতেকে (Ryan Ten Doeschate) ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবে দেখতে চাইছেন কেকেআর অধিনায়ক। বিসিসিআইয়ের কাছে গম্ভীর আর্জি জানিয়েছেন যে কেকেআরের সহকারী হিসেবে রায়ান টেন ডোসখাতেকে যেন ভাবা হয়। তবে এই বিষয়ে পুরোপুরি সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। বল পুরোটাই জয় শাহদের কোর্টে।
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে এর আগে অভিষেক নায়ারকে চেয়েছিলেন গম্ভীর। বোলিং কোচ হিসেবে তিনি বলেছিলেন বিনয় কুমারের কথা। কিন্তু এখনও পর্যন্ত যা সূত্র, তাতে বিনয় কুমারকে নিয়ে খুব একটা আগ্রহী নয় বোর্ড। তাঁদের মাথায় ঘুরছে। লক্ষ্মীপতি বালাজি ও জাহির খানের মধ্য়ে যে কোনও একজনকে বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। তবে ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ারকেই হয়ত দেখা যেতে পারে। জাতীয় দলের হয়ে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা নায়ার ঘরোয়া ক্রিকেটের সম্পর্কে অবগত। অতীতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে খেলেছেন। তাঁর সঙ্গে নায়ারের সম্পর্কও বেশ ভাল। তবে নায়ার প্রাথমিকভাবে ব্যাটিং কোচ হতে পারেন বলে শোনা গেলেও, তিনি ব্যাটিং কোচ নন, বরং সহকারী কোচ হিসাবেই দলের সঙ্গে যোগ দিতে পারেন। গম্ভীর নিজেই ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে পারেন।
উল্লেখ্য, রায়ান টেন ডোসখাতের কথা এর আগেও শোনা গিয়েছে গম্ভীরের মুখে। কেকেআর দলে খেলার পর কেকেআর শিবিরের সঙ্গেও সাপোর্ট স্টাফ হিসেবে বর্তমানে কাজ করছেন এই প্রাক্তন ডাচ তারকা। এক ইভেন্টে উপস্থিত হয়ে গম্ভীর একবার বলেছিলেন, ''নিঃস্বার্থ কোনও ব্যক্তির কথা বলতে হলে রায়ানের নাম-ই বলব। কেরিয়ারে কখনই ওঁর মত সেরা টিম ম্যান দেখিনি। ও আমার দেখা সবথেকে নিঃস্বার্থ মানুষ। ওঁর জন্য বুকে বুলেট নিতেও আমি প্রস্তুত। ও এমন একজন যাঁকে আমি জীবনভর বিশ্বাস করতে পারি।''