মুম্বই: একটা সময় তিনি প্রার্থনা করেছিলেন, প্রিয় ক্রিকেট, আর একটা সুযোগ কি দেবে না?

Continues below advertisement

সুযোগ পেয়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। তবে কাজে লাগাতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়ে নজর কাড়তে ব্যর্থ করুণ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হল করুণ নায়ারকে। যে সিদ্ধান্ত পরে ব্যাখ্যা করে দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর (BCCI chief selector Ajit Agarkar)।

প্রায় ৩ হাজার দিন পরেব টেস্ট ক্রিকেটের জন্য জাতীয় দলে ফিরেছিলেন করুণ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্য়াচের চারটিতে খেলেন তিনি। তবে তাতে মাত্র ২০৫ রান করেন। একটি মাত্র হাফসেঞ্চুরি। আগরকর খোলামেলা জানিয়েছে নে, তাঁরা করুণের চেয়ে অনেক বেশি কিছু আশা করেছিলেন এবং দেবদত্ত পড়িক্কলের পারফরম্যান্স উপেক্ষা করা সম্ভব নয়।

Continues below advertisement

এবার এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন করুণ। দল থেকে বাদ পড়া প্রসঙ্গে বললেন, 'হ্যাঁ আমি আশা করেছিলাম দলে সুযোগ পাব। আমি জানি না এবার কী বলব। কোনও শব্দ পাচ্ছি না। আমার অনেক কিছু বলার মতো নেইও। উত্তর দেওয়ার জন্য এটা খুব কঠিন সময়।'

এরপরই করুণ চাঁচাছোলা ভাষায় বলেন, 'আপনাদের উচিত নির্বাচকদের প্রশ্ন করা। যাঁরা বলতে পারবেন আমাকে বাদ দেওয়ার নেপথ্যে কী চিন্তাভাবনা রয়েছে ওঁদের। শুধু এটুকু বলতে পারি, শেষ টেস্ট ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলামন যেখানে অন্যরা ব্যর্থ হয়েছিল। তাই হ্যাঁ আমি মনে করি দলের হয়ে অবদান রেখেছিলাম। বিশেষ করে শেষ টেস্ট ম্যাচে যেটা আমরা জিতেছিলাম। তবে এটাই বাস্তব। এসব এখন আর কোনও ব্যাপার নয়।'

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২ অক্টোবর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজ়ের জন্য ১৫ জনের যে দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার, তাতে খুব বড় চমক নেই বললেই চলে। করুণ নায়ার ইংল্যান্ড সিরিজ় কামব্যাক করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ। তাঁকে এই সিরিজ়ের জন্য ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। স্পিন সহায়ক ভারতীয় পরিবেশে ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে অক্ষর পটেলকে দলে রাখা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল ইংল্যান্ড সিরিজ়ে থাকলেও কোনও ম্যাচ খেলেননি বাংলার অভিমন্যু ঈশ্বরণ। তিনি তো এখনও জাতীয় দলে অভিষেক ঘটানোর সুযোগই পাননি। তাও তাঁকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে।