হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় অ্যাথলিটরা। এই প্রথমবার এক এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা পৌঁছল তিন অঙ্কে। কবাডিতে সোনা জিতে ভারতকে শততম পদক এনে দিলেন ভারতীয় মহিলা দল। চিনা তাইপেকে ফাইনাল ম্যাচে ২৬-২৫ স্কোরলাইনে হারাল ভারতীয় মহিলা কবাডি দল (Indian Women's Kabaddi Team)।


চিনা তাইপের বিরুদ্ধে প্রতিযোগিতার শুরুতে ভারত ৩৪-৩৪ স্কোরলাইনে ড্র করেছিল। তাই এই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা ছিল। হলও তাই। অবশ্য শুরুতে ভারতীয় মহিলা দল লিড নিয়ে নিতে সক্ষম হয়। ১৪-৯ স্কোরলাইনে এগিয়ে যায় ভারতীয় মহিলা দল। প্রথমার্ধে ভারতীয় রেডাররা ছয়টি বোনাস পয়েন্ট নিতে সক্ষম হন। তবে দ্বিতীয়ার্ধে চিনা তাইপে দুরন্তভাবে লড়াইয়ে ফেরে। দ্বিতীয়ার্ধে ভারতের থেকে চিনা তাইপেই অধিত পয়েন্ট সংগ্রহ করে।


 






 


দ্বিতীয়ার্ধে চিনা তাইপে ১৬ পয়েন্ট পায়। ভারতের ভাগ্যে জটে ১২ পয়েন্ট। তবে শেষমেশ দাঁতে দাঁত চেপে লড়াই করে ম্যাচ জিতে নেয় ভারত। এটি এশিয়ান গেমসের ১৪তম দিনে ভারতের তৃতীয় স্বর্ণপদক। আজকে ইতিমধ্যেই কমপাউন্ড তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগে দুইটি সোনা জিতে নিয়েছে ভারত।


হিলাদের সিঙ্গেলসে কমপাউন্ড তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam)। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে ১৪৯-১৮৫ স্কোরলাইনে হারালেন জ্যোতি। এটি চলতি এশিয়ান গেমসে তাঁর তৃতীয় স্বর্ণপদক। তিরন্দাজিতেই ভারতকে দিনের প্রথম পদক এনে দেন অদিতি স্বামী গোপীচাঁদ (Aditi Swami Gopichand)। তিনি মহিলাদের কমপাউন্ড তিরন্দাজির ব্রোঞ্জ পদকের ম্যাচে ইন্দোনেশিয়ার রাঠি জিলিজাতিকে ১৪৬-১৪০ স্কোরলাইনে পরাজিত করেন। 


এই সাফল্যের মিনিট কয়েক পরেই কমপাউন্ড তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন ওজাস দেওতালে (Ojas Deotale)। স্বদেশীয় অভিষেক ভার্মাকেই (Abhishek Verma) ১৪৯-১৪৭ স্কোরলাইনে হারালেন তিনি।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দীর্ঘ ৪১ বছরের শাপমোচন, এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন প্রণয়