সন্দীপ সরকার, কলকাতা: ফের জাতীয় দলে বাংলার এক পেসার। মহম্মদ শামি, মুকেশ কুমার, আকাশ দীপদের পথ ধরে।বাংলার যুধাজিৎ গুহকে (Yudhajit Guha) অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতীয় দলে রাখা হল।
বুধবার জাতীয় জুনিয়র নির্বাচক কমিটি ১৫ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিল। ৫০ ওভারের ফর্ম্যাটের এই টুর্নামেন্টের দলে ডাক পেলেন বাংলার পেসার যুধাজিৎ।
এর আগেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন কলকাতার চেতলার বাসিন্দা ডানহাতি পেসার। সেপ্টেম্বরে পুদুচেরিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বল হাতে টিম ইন্ডিয়ার ভরসা হয়ে উঠেছিলেন যুধাজিৎ। তারই পুরস্কার পেলেন।
সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হবে এবারের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ভারত। সব মিলিয়ে আটবার এই টুর্নামেন্ট জিতেছে ভারত। গ্রুপ এ-তে এবার ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, জাপান ও আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে শারজায় আগামী ২৬ নভেম্বর একটু প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তারপরই শুরু মূল প্রতিযোগিতা। ৩০ নভেম্বর দুবাইয়ে প্রথম ম্যাচেই ভারতের সামনে পাকিস্তান। তারপর ২ ডিসেম্বর জাপান ও ৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবেন যুধাজিৎরা।
সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যুধাজিৎ। তবে মাটিতে পা রেখে চলার শপথ নিচ্ছেন। খুশি। তবে আবেগে গা ভাসাতে চান না। যুধাজিতের বাবা কৌশিক গুহ বলছিলেন, 'ও পরিশ্রমের পুরস্কার পাচ্ছে। তবে এখনও অনেক পথ চলা বাকি।' যুধাজিতের উত্থানের নেপথ্যে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস ও প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে-কে কৃতজ্ঞতা জানাচ্ছে গুহ পরিবার।
আপাতত মরুশহরে বল হাতে আগুন ঝরানোর জন্য মুখিয়ে বাংলার তরুণ।
ভারতের নির্বাচিত দল: আয়ূষ মাত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমন (অধিনায়ক), কিরণ চোরমালে (সহ অধিনায়ক), প্রণব পন্থ, হরবংশ সিংহ পাঙ্গালিয়া (উইকেটকিপার), অনুরাগ কাওড়ে (উইকেটকিপার), হার্দিক রাজ, মহম্মদ এনান, কেপি কার্তিকেয়, সমর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও নিখিল কুমার।
রিজার্ভ: সাহিল পরখ, নমন পুষ্পক, অনমোলজিৎ সিংহ, প্রণব রাঘবেন্দ্র ও ডি দীপেশ।
আরও পড়ুন: বাবা কিংবদন্তি ব্যাটার, বল হাতে নজর কাড়লেন ছেলে, কেরিয়ারে প্রথম ৫ উইকেট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।