শারজা: পাকিস্তানের বিরুদ্ধে হার কিছুটা ধাক্কা দিয়েছিল। কিন্তু অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এবার জয়ের সরণিতে ফিরল ভারত। জাপানের বিরুদ্ধে এদিন বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিতদের উত্তরসূরিরা। প্রথমে ব্য়াট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান বোর্ডে তুলে নিয়েছিল। ভারত অধিনায়ক মহম্মদ আমন অপরাজিত শতরানের ইনিংস খেলেছিলেন। জবাবে রান তাড়া করতে নেমে ৫০ ওভারে জাপান ৮ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি। আমন ছাড়াও ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্য়ান্স করে নজর কাড়লেন হার্দিক রাজ। 


চলতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এটাই ভারতের প্রথম জয়। পাকিস্তানের বিরুদ্ধে হার কিছুটা চাপে ফেলেছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু জাপানের বিরুদ্ধে ম্য়াচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জাপান অধিনায়ক। ভারতের ২ ওপেনার আয়ুশ মাথরে ও বৈভব সূর্যবংশী মিলে ওপেনিং জুটিতে ৬৫ রান যোগ করেন। বৈভব ২৩ রান করে ফিরলেও বৈভব অর্ধশতরানের ইনিংস খেলেন। তবে ভারতের হয়ে ম্য়াচ জেতানো ইনিংস খেলেন স্বয়ং অধিনায়ক। মহম্মদ আমন ১১৮ বলে ১২২ রানের ইনিংস খেলেন সাতটি বাউন্ডারির সাহায্যে। তাঁকে যোগ্য সঙ্গ দেন কেপি কার্থিকেয়া। লোয়ার অর্ডারে হার্দিক রান ১২ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। একটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ভারতের স্কোর পেরিয়ে যায় তিনশোর গণ্ডি। শেষ পর্যন্ত আমন ও হার্দিক দুজনেই অপরাজিত থেকে যান। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ৩৩৯ রান করে ভারত। রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে জাপান। শেষ পর্যন্ত ১২৮ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি জাপান। ২১১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের রান রেটও অনেক ভাল করে নিল টিম ইন্ডিয়া। এই মুহূর্তে +১.৬৮০ রান রেট ভারতের। গুরুত্বপূর্ণ ২ পয়েন্টও ঝুলিতে পুরে নিল মহম্মদ আমনের দল।


 






ভারত প্রথম ম্য়াচেই পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল চলতি টুর্নামেন্টে। এদিন হার্দিক বল হাতে নিজর ৮ ওভারের স্পেলে মাত্র ৯ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছিলেন।