সিডনি: যেখানে কোহলি, রাহুলরা কেবল এলেন আর গেলেন, সেখানে সিডনিতে ভারতের হয়ে শেষবেলায় বুমরা একাই ২২ রানের লড়াকু ইনিংস খেলেন। পঞ্চম টেস্টে (India vs Australia 5th Test) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে কোনওক্রমে ১৮৫ রান তুলল ভারতীয় দল। ভারতের হয়ে সর্বাধিক ৪০ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। বল হাতে সর্বাধিক চার উইকেট নেন স্কট বোল্যান্ড (Scott Boland)। 


প্রথম সেশনে ঘাসে মোড়া সবুজ গালিচায় মেঘলা আকাশে টস জিতলেও বুমরা কিন্তু ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেন। তাঁর দাবি অনুযায়ী পিচে সুবজ ঘাস থাকলেও, তা খুব একটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল না। কিন্তু নতুন বল হাতে স্টার্ক, কামিন্সের গোলাগুলি সামলাতে বেশ বেগ পেতে হয় ভারতীয় দলকে। চার রানে কেএল রাহুলকে ফেরান মিচেল স্টার্ক। স্কট বোল্যান্ডের বলে ১০ রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। ১৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে একটু হেরফেরেই কিন্তু ভারতের স্কোর ১৭ রানে তিন উইকেট হয়ে যেতে পারত। তবে কোহলির জীবনদানে ভারতীয় সমর্থকদের আশা বাড়ে।


শুভমন গিলকে সঙ্গে নিয়ে একটু পার্টনারশিপও গড়ছিলেন তিনি। তবে হঠাৎই সেশনের একেবারে শেষ বলে ন্যাথান লায়নের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে স্লিপে ২০ রানে ক্যাচ দিয়ে ফেরেন গিল। এক আধবার অল্পের জন্য রক্ষা পেলেও সেই ভাগ্যকে কাজে লাগাতে পারলেন না তিনি। বিরাটও তেমনই সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারলেন না। 


ব্যাটে নেমে প্রথম বলেই অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়েছিলেন কোহলি। স্টিভ স্মিথ স্লিপে সেই ক্যাচ ধরার দাবি করলেও তৃতীয় আম্পায়ার অনেক দেখেশুনে তাঁকে নট আউট দিয়েছিলেন। গোটা প্রথম সেশনেই এরপর দেখেশুনে এগোন কোহলি। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ানোর চেষ্টা করেননি। তবে দ্বিতীয় সেশনে পারলেন না। স্কট বোল্যান্ডের সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়েই ১৭ রানে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। ৭২ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। তবে এই পরিস্থিতিতেই নিজের দক্ষতা দেখান পন্থ।


পঞ্চম উইকেটে রবীন্দ্র জাডেজার সঙ্গে মিলে ৪৮ রান যোগ করেন তিনি। তবে বোল্যান্ডের দুই বলেই খেলার মোড় ঘুরে যায়। ৪০ রানে আউট হন পন্থ। পরের বলেই গত ম্যাচের সেঞ্চুরিয়ন নীতীশ কুমার রেড্ডি। আরেক সেট ব্যাটার রবীন্দ্র জাডেজাও খুব বেশি টিকতে পারেননি। স্টার্কের বলে ২৬ রানে আউট হন তিনি। এরপর ওয়াশিংটন সুন্দরের ফেরার পালা ছিল। তাঁর আউট নিয়ে বিস্তর বিতর্ক হয়। আম্পায়ার আউট না দিলেও, রিভিউ নেয় অস্ট্রেলিয়া। প্রাথমিকভাবে স্নিকোয় স্পাইক হওয়ার সময় তৃতীয় আম্পায়ার ব্যাট বলের মাঝে ব্যবধান রয়েছে বলে দাবি করেন। তবে ভিন্ন ক্যামেরায় দেখে তাঁকে আউট দেওয়া হয়।


শেষবেলায় বুমরা ব্যাট নেমে বেশ কয়েকটি আগ্রাসী শটে ভারতীয় দলকে ১৫০ রানের গণ্ডি পার করান। তিনি ২২ রানে আউট হলে ভারতীয় ইনিংস ১৮৫ রানে থেমে যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আবেদনপত্র পাঠাতে দেরি! বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি