সিডনি: পরপর ব্যর্থতা, ছয় ইনিংসে মাত্র ৩১ রান। অধিনায়ক হিসাবেও তিন ম্যাচের মধ্যে দুইটিতে হারের পর উঠছিল প্রশ্ন। সিডনি টেস্টের (IND vs AUS 5th Test) আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর দল থেকে বাদ পড়া নিয়ে জোর জল্পনা শোনা যাছিল। সেই জল্পনাই সত্যি হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতীয় একাদশ থেকে বাদ পড়লেন রোহিত।
এই ম্যাচের টসের দিকে গোটা বিশ্বের নজর ছিল। কারণ একটাই, রোহিত শর্মা না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ভারতীয় ব্লেজার গায়ে চাপিয়ে কাকে দেখা যাবে। শেষমেশ জল্পনাই সত্যি করে অধিনায়ক হিসাবে টসে দেখা যায় বুমরাকে। রোহিতের অনুপস্থিতি সম্পর্কে বুমরা জানান, 'আমাদের অধিনায়ক এই টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই আমাদের দলের একতার পরিচয়বাহক। রোহিত নিজে সরে দাঁড়িয়েছেন এবং আকাশ দীপের জায়গায় প্রসিদ্ধ দলে সুযোগ পেয়েছেন।'
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সাধারণ দলের অধিনায়ক আসেন। তবে বৃহস্পতিবার ভারতের হয়ে রোহিতের বদলে গম্ভীর সাংবাদিক সম্মেলনে আসতেই কানাঘুষো শুরু হয়, রোহিত হয়তো বাদ পড়ছেন। গম্ভীর অবশ্য এই বিষয়ে একেবারে মুখে কুলুপ টানেন। তিনি কিছুই বলতে চাননি আগভাগে। তবে শেষমেশ রোহিতকে খেলতে দেখা যাচ্ছে না। এই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।
কেউ বলছেন অফফর্মের রোহিতকে ড্রপ করা ঠিক। কারুর আক্ষেপ খারাপ সময়ে ভারতীয় দল রোহিতের পাশে দাঁড়াচ্ছে না। সব মিলিয়ে রোহিত সিডনি টেস্টের একাদশে না থাকায় উত্তাল ক্রিকেটবিশ্ব, তা কিন্তু বলাই বাহুল্য।
[/tw]
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: