অ্যাডিলেড: শুক্রবার, ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচ। যে ম্যাচের বিশেষত্ব হচ্ছে, খেলা হবে গোলাপি বলে, নৈশালোকে।


আর সেই ম্যাচে রয়েছে বৃষ্টির কাঁটা। টেস্ট শুরুর আগে দিন হাতে এখনও দিন দু'য়েক সময় রয়েছে। তবে শুক্রবার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর বৃষ্টি হলে যে পেসাররা বাড়তি সাহায্য পাবেন, বলার অপেক্ষা রাখে না। সংগঠকদের আশা, ৫৩ হাজার দর্শক কানায় কানায় ভরিয়ে তুলতে পারেন গ্যালারি। এমনিতেই ঘাসের পিচে পেসাররা বাড়তি সাহায্য পান। তার উপর গোলাপি বলে ব্যাট করা ভীষণই কঠিন ব্যাটারদের কাছে। গোলাপি বলের পালিশ দীর্ঘক্ষণ টিকে থাকে। তাই বল ২০-২৫ ওভার পুরনো হয়ে গেলেও স্যুইং করে। বাউন্সও থাকে। অনেকের মতে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে পেসারদের দাপট দেখা যেতে পারে।


অ্যাডিলেডের কিউরেটর ড্যামিয়েন হু জানিয়েছেন, আপাতত পিচে ৭ মিলিমিটারেরও বেশি ঘাস রাখা রয়েছে। তবে ম্যাচের আগে ঘাস কিছুটা ছাঁটা হবে বলেই খবর। হু জানিয়েছেন যে, অ্যাডিলেডের দিন রাতের টেস্টে শেষ পর্যন্ত পিচে ৬ মিলিমিটার পুরু ঘাস থাকবে।


আরও পড়ুন: কোচের স্মৃতিসৌধ উদ্বোধনে ফের মুখোমুখি, অসুস্থ বন্ধুর খোঁজ নিলেন সচিন, কেমন আছেন কাম্বলি?




পারথে সবুজ পিচ বানিয়ে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নেওয়ার কৌশল ছিল অস্ট্রেলিয়ার। প্রাথমিক সাফল্যও এসেছিল। প্রথম ইনিংসে দ্রুত অল আউট হয়ে যায় ভারত। তবে পিচ থেকে পেসাররা সাহায্য পেলে যশপ্রীত বুমরা, হর্ষিত রানাদের সামলানো যে কতটা কঠিন, সেটাও টের পেয়েছিলেন প্যাট কামিন্সরা। স্বাভাবিকভাবেই অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের আগে বাইশ গজ নিয়ে অনেক বেশি সতর্ক থাকছে অস্ট্রেলিয়া।

 







কিউরেটর ড্যামিয়েন স্পষ্ট জানিয়েছেন যে, মেঘ থাকলে নৈশালোকে পেসাররা ভালরকম সাহায্য পেতে পারেন। প্রথম দিনের পিচের সাহায্য ছাড়াও বৃষ্টি হলে পেসাররা বাড়তি স্যুইং করবে বলে ধারণা দুই শিবিরেরই। 


আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।