গোয়া: তিনি কিংবদন্তির পুত্র। আইপিএলেও (IPL 2025) রয়েছেন। নিলামের শুরুরতে অবিক্রিত থাকলেও শেষ লগ্নে ন্যূনতম দাম ৩০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।


সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর এবার বাদ পড়লেন গোয়া দল থেকে। পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।


ঘরোয়া ক্রিকেটের টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ চলছে। গ্রুপ ই-তে রয়েছে গোয়া। তবে এখনও পর্যন্ত গ্রুপ পর্বে ৫ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে গিয়েছে গোয়া। একটিমাত্র জয়। পয়েন্ট টেবিলে সাত দলের গ্রুপে ছ'নম্বরে রয়েছে গোয়া। সবচেয়ে বড় কথা, যে রাজ্য ছেড়ে গোয়ার হয়ে ক্রিকেট খেলতে এসেছেন অর্জুন, সেই মুম্বইয়ের বিরুদ্ধেই কুৎসিত পারফর্ম করেছেন সচিন-পুত্র। ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান। ব্যাট হাতে করেছেন মাত্র ৯ রান। তারপরই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।


সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচে অবশ্য বল হাতে নজর কেড়েছিলেন অর্জুন। তিন ওভার বল করে খরচ করেছিলেন মাত্র ১৯ রান। তবে সেই ম্যাচে ২২ রানে হেরে যায় গোয়া। ১৮৮ রান তাড়া করতে নেমে। সেই ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি অর্জুনের।


তবে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ৩.৪ ওভারে ৩৬ রান খরচ করেন অর্জুন। গোয়ার দেওয়া ১৫৫ রানের লক্ষ্য মাত্র ১৫.৪ ওভারে তুলে দেয় তারা। কেরল ও মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে আর একাদশে সুযোগ হয়নি অর্জুনের।


২০২২-২৩ ঘরোয়া ক্রিকেটের মরশুমের আগে মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন। রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ট্রফির অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও সেঞ্চুরি পাননি। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন মাত্র ৫৩২ রান। বল হাতে নিয়েছেন ৩৭ উইকেট। ১৫টি লিস্ট এ ম্যাচে মাত্র ৬২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ২১ উইকেট।


আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ছাড়ো, ভাল মানুষেরা ওর সঙ্গে বসুক, পৃথ্বী শ-র পরিণতি দেখে মন খারাপ পিটারসেনের


২০২১ সালে মুম্বইয়ের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় অর্জুনের। তারপর থেকে ২৪টি টি-২০ ম্যাচ খেলেছেন অর্জুন। ১১৯ রান ও ২৭ উইকেট রয়েছে তাঁর। ২০২১ সালের মিনি অকশন থেকে অর্জুনকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। পরে ২০২২ সালে তাঁকে পুনরায় নেওয়া হয়। ২০২৫ সালের জন্য মেগা নিলামেও তাঁকে কেনা হয়েছে। আইপিএলে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন অর্জুন।


আরও পড়ুন: কোচের স্মৃতিসৌধ উদ্বোধনে ফের মুখোমুখি, অসুস্থ বন্ধুর খোঁজ নিলেন সচিন, কেমন আছেন কাম্বলি?





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।