ব্রিসবেন: পাঁচ ম্যাচের সিরিজ়ের শুরুটা হয়েছিল বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হয়ে। শেষটাও অনেকটা তেমনই হল। ব্রিসবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটিও (India vs Australia) বাতিল হয়ে গেল। এই ম্যাচ বাতিল হওয়ায় সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অধিনায়ক হিসাবে দুরন্ত রেকর্ড কিন্তু অব্যাহত রইল। ফের এক টি-টোয়েন্টি সিরিজ় জিতে নিল টিম ইন্ডিয়া। এই নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়েই জয় পেল ভারত।   

Continues below advertisement

এদিন ফের একবার টস হেরে প্রথম ব্য়াটিং করতে নামে ভারতীয় দল। অজ়ি দল একাধিক ক্যাচ ফেলায় জীবনদান পান অভিষেক শর্মা। সেই সুযোগ কাজেও লাগান তিনি। বন্ধু তথা ওপেনিং পার্টনার শুভমন গিলের সঙ্গে মিলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন তিনি। অভিষেক ২৩ ও শুভমন গিল ২৯ রানে ব্যাট করছিলেন। ভারতের স্কোর ছিল ৫.৫ ওভারে ৫২ রান। এমন সময়ই বন্ধ করতে হয় খেলা। স্থানীয় সময় তখন সন্ধ্যা ৬টা বেজে ৩৬ মিনিট। ভারতীয় সময় দুপুর ২টে বেজে ৬ মিনিট। 

দ্রুত ঢেকে ফেলা হল উইকেট। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল, দুর্যোগ আসছে, তাই ম্যাচ বন্ধ রাখা হয়েছে। দর্শকদের স্টেডিয়ামের লোয়ার স্ট্যান্ড থেকে সরানোর কাজ শুরু হয়ে যায়। ক্রিকেটারদের দ্রুত মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরতে বলা হয়। তারপরই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বজ্রপাতের জন্য খেলা বন্ধ রাখা হয়েছে। সেই প্রবল বজ্রপাতের সঙ্গে কিছুক্ষণ পরেই তাল মিলিয়ে নামে প্রবল বৃষ্টি। সেই যে খেলা বন্ধ হয়, দুই দল আর মাঠেই নামতে পারেনি।

Continues below advertisement

 

বজ্রপাত এবং টানা বৃষ্টিতে দুই ঘণ্টার অধিক সময় নষ্ট করে। বৃষ্টি থামলেও বজ্রপাতের জেরেই শেষমেশ ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য ম্যাচ বাতিল হওয়ার পর শুভমন গিল, অর্শদীপ সিংহরা মাঠে জড়ো হওয়া সমর্থকদের অটোগ্রাফ দেন। কিন্তু খেলা আর হল না। এই নিয়ে দুই ম্যাচ বাতিল হওয়ায় সম্পূর্ণ হওয়া তিন ম্যাচের দুইটি জিতে ভারতই সিরিজ় পকেটে পুরে নেয়। ২০২৪ সাল বিশ্বজয়ের পর থেকে ভারতের জয়ের ধারা অব্যাহতই রয়েছে। অজ়িভূমে কড়া চ্যালেঞ্জটা সামলে সেই ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া।