India vs Australia Live: ভারতের ১৮৫ রানের জবাবে ব্যাটে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯/১

India vs Australia Live Updates: ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আকাশ দীপ চোটের জন্য খেলবেন না বলে জানালেও, রোহিতের প্রসঙ্গে কোনও জবাব দেননি গৌতম গম্ভীর।

ABP Ananda Last Updated: 03 Jan 2025 12:41 PM

প্রেক্ষাপট

সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের শেষ ম্য়াচ খেলতে নামছে দুই দল। চলতি বর্ডার গাওস্কর ট্রফির প্রথম চার টেস্ট পরে রোহিত শর্মা অ্য়ান্ড কোং ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে...More

IND vs AUS 5th Test: প্রথম দিনের খেলা শেষ

শেষবেলায় যশপ্রীত বুমরা ও স্যাম কনস্টাসের মধ্যেকার ঘটনা উত্তেজনার পারদ চড়ায়। দুইজনের তর্কাতর্কির ঠিক পরের বলেই উসমান খাওয়াজাকে সিরিজ়ে ষষ্ঠবার আউট করলেন যশপ্রীত বুমরা। দিনের খেলাও শেষ হল। অস্ট্রেলিয়ার স্কোর ৯/১। ভারত আপাতত ১৭৬ রানে এগিয়ে।