অ্যাডিলেড: পারথ টেস্ট চলাকালিনই রোহিত শর্মা দলের সঙ্গে দেখা করেছিলেন। প্রথম টেস্টে দলে ছিলেন না তিনি। কিন্তু দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডেই একাদশে ফিরছেন তিনি। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্ট। তার আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু দিনের প্রস্তুতি ম্য়াচে খেলবে ভারতীয় দল। আর দ্বিতীয় ম্য়াচেই নজির গড়ার মুখে ভারত অধিনায়ক। রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে হিটম্য়ানের সামনে।


পারথ টেস্টে জিতে এমনিতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অ্য়াডিলেডে জিতলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। আর মাত্র একটি ম্য়াচ জিতলেই রিকি পন্টিংকে টপকে যাবেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে বর্ডার গাওস্কর ট্রফিতে ম্য়াচ জয়ের নিরিখে বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ককে টপকে যাবেন রোহিত। পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল গোটা বিশ্ব ক্রিকেটে দাপটের সঙ্গে রাজ করেছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে রেকর্ড খুব একটা ভাল ছিল না। ১১টি ম্য়াচের মধ্যে মাত্র ২ টো ম্য়াচে অজিরা জয় ছিনিয়ে নিয়েছিল ভারতের বিরুদ্ধে। অ্য়াডিলেড টেস্টে জিতলে অধিনায়ক হিসেবে ভারতের দ্বিতীয় সেরা অধিনায়কও হয়ে যাবেন হিটম্য়ান অস্ট্রেলিয়ায় জেতার নিরিখে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে ১৩ ম্য়াচের মধ্যে ৮ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি তালিকায় সবার ওপরে রয়েছেন। এরপর রয়েছেন যথাক্রমে অজিঙ্ক রাহানে, সুুনীল গাওস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে গতবার তিনটি টেস্ট ম্য়াচ জিতেছিল ভারত। তবে তা অজিঙ্ক রাহানের নেতৃত্বে।


খবর অনুযায়ী, বুধবার, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার উদ্দেশে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় দল। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট হবে। সেই গোলাপি বলের জন্য অনুশীলন সারতেই এই দুই দিনের অনুশীলন ম্যাচ খেলা হবে। সেই ম্যাচে গৌতম গম্ভীর থাকবেন না। তবে রিপোর্ট বলছে গম্ভীর আপাতত দেশে ফিরলেও, শনিবার অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই তিনি ফের একবার দলের সঙ্গে যোগ দিয়ে দেবেন।


প্রসঙ্গত, গম্ভীর দেশে ফিরলেও, পারথে কিন্তু টেস্ট শেষের আগেই পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সোমবার তিনি অনুশীলনেও নেমে পড়লেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গিয়ে বেশ কিছুদিন মুম্বইতেই ছিলেন রোহিত। সদ্যই তাঁকে শনিবার মুম্বই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ধরতে দেখা যায়। রোহিতের সঙ্গে তাঁকে ছাড়তে এসেছিলেন স্ত্রী রীতিকাও।