IND vs AUS Live: মেলবোর্নে হার ভারতের, সিরিজে ২-১ এ এগিয়ে সিডনি পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়া
IND vs AUS Live Score: ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনের লাইভ আপডেট----
১৮৪ রানে জয় অস্ট্রেলিয়ার। সিরিজে ২-১ এ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিডনিতে বর্ডার গাওস্কর ট্রফিতে ড্র করার সুযোগ থাকছে ভারতের সামনে।
বিতর্কিত আউট জয়সওয়ালের। ২০৮ বলে ৮৪ রানের লড়াকু ইনিংস থামল মেলবোর্নে। হাতে আর ৩ উইকেট। এখনও ১৭ ওভারের খেলা বাকি।
দ্বিতীয় ইনিংসে ব্যর্থ নীতীশ রেড্ডি। মাত্র ১ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন প্রথম ইনিংসে শতরান হাঁকানো অন্ধ্রপ্রদেশের ব্যাটার।
বোল্যান্ডের বলে আউট জাডেজা। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। ভারতের পঞ্চম উইকেটের পতন। এখনও ২১০ রান প্রয়োজন টিম ইন্ডিয়ার।
ভারতের চতুর্থ উইকেটের পতন। ৩০ রান করে ট্রাভিস হেডের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ঋষভ পন্থ।
৩ উইকেট হারিয়ে বোর্ডে একশো রানের গণ্ডি পেরিয়ে গেল ভারত। ক্রিজে আছেন জয়সওয়াল ও পন্থ। দুজনে লম্বা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টায়। এখনও ভারতের ম্য়াচ জিততে চাই ২৩৬ রান।
এখনও পর্যন্ত চলতি টেস্টে ২২০০টির ওপর বল করা হয়েছে। চলতি বছরে এত বেশি ওভার কোনও ম্য়াচে হয়নি। এটিও একটি রেকর্ড।
মাটি কামড়ে লড়াই যশস্বী জয়সওয়ালের। ১২৭ বলে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বাঁহাতি তরুণ ভারতীয় ওপেনার। ভারতের স্কোর ৮৪/৩।
নাথান লিঁয়র বলে আক্রমণাত্মক ব্যাটিং জয়সওয়ালের। রিভার্স স্যুইপে হাঁকালেন বাউন্ডারি। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ৭১/৩।
লাঞ্চের পর রানের গতি বেড়েছে ভারতীয় দলের। দলকে টানছেন জয়সওয়াল ও পন্থ। আরও একবার ত্রাতা হতে পারবেন ঋষভ পন্থ?
স্টার্কের দেওয়া ফাঁদে পা দিলেন বিরাট। আমচকাই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে মাত্র ৫ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন।
পঞ্চম দিনে লাঞ্চের আগেই ভারতের তিন উইকেটের পতন। ফিরে গিয়েছেন রোহিত, রাহুল, বিরাট। ক্রিজে ১৪ রান করে অপরাজিত যশস্বী জয়সওয়াল। এখনও ৩০৭ রান প্রয়োজন ম্য়াচ জিততে ভারতের।
ফাঁদে পা দিলেন বিরাটও। সেই একই ভুল। অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন প্যাভিলিয়নে।
খাতাই খুলতে পারলেন না কে এল রাহুল। কামিন্সের দ্বিতীয় শিকার হলেন তিনি। খাওয়াজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভারতের ডানহাতি ব্যাটার। ভারতের দ্বিতীয় উইকেটের পতন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হলেন রোহিত শর্মা। ৪০ বলে ৯ রান করে কামিন্সের শিকার হয়ে ফিরলেন। ভারতের প্রথম উইকেটের পতন।
দিনের প্রথম উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। আরও একবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তারকা পেসার। ২৩৪ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ৩৪০।
প্রেক্ষাপট
মেলবোর্নে সোমবার এক হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে যেখানে তিনটি ফলাফলই সম্ভব। তবে ম্যাচের ফলাফলের ওপর যে পরিবেশ এবং পিচেরও বড় প্রভাব থাকবে, তা বলাই বাহুল্য।
এর আগে মেলবোর্নে খারাপ আলোর জন্য একাধিকবার ম্যাচ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। শেষ দিনেও কি এমনটা হবে? ম্যাচের পঞ্চম দিনেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বটে। তবে ম্যাচের সময় কিন্তু কোনওরকম বৃষ্টির পূর্বাভাস নেই। খেলার সময় তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। সুতরাং, গোটা দিন কোনওরকম বাধা ছাড়া খেলা হওয়ার আশা করা যেতেই পারে। এক হাড্ডাহাড্ডি দিনের অপেক্ষায় রয়েছে মেলবোর্ন তথা গোটা ক্রিকেটবিশ্ব। ম্যাচের পর শেষ হাসি, কারা হাসেন, এখন সেটাই দেখার বিষয়।
কথায় আছে 'ক্যাচেস উইন ম্যাচেস'। সেই ক্যাচ ফস্কেই কি ম্যাচ ফস্কাল ভারতীয় দল! উঠছে প্রশ্ন। আর এই জেরেই সমালোচনার শিকার হচ্ছেন যশস্বী জয়সওয়াল। যশপ্রীত বুমরা যখন দ্বিতীয় সেশনে তিনটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে, ৯১ রানে ছয় উইকেট হারিয় ধুঁকছে অজ়িরা, সেখানে জয়সওয়াল এক, দুই নয় তিন তিনটি ক্যাচ ফস্কালেন। এতগুলি ক্যাচ ফস্কানোয় জয়সওয়ালের ওপর মাঠেই মেজাজ হারালেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে বুমরার বলে লেগ গালিতে উসমান খাওয়াজার ক্যাচ ফস্কান জয়সওয়াল। এরপর ম্যাচের ৪০তম ওভার। গালিতে মার্নাস লাবুশেনের বেশ সহজ ক্যাচ ফেলেন জয়সওয়াল। ততক্ষণে অজ়ি দলের টপ অর্ডার ব্যাটারদের প্রায় সকলেই সাজঘরে ফিরেছেন। লাবুশেন আউট হলে, অজ়িদের পক্ষে যে সেটা বড় ধাক্কা হত, তা বলাই বাহুল্য। শেষমেশ ৭০ রান করে মাঠ ছাড়েন লাবুশেন। এই ক্যাচ ফেলার পরেই ক্যামেরা ভারতীয় অধিনায়কের দিক তাক করলে দেখা যায় রোহিত হাত ছুড়ে স্পষ্টতই নিজের রাগ ও হতাশা প্রকাশ করেন। এর নয় ওভার পরে প্যাট কামিন্সেরও ক্যাচ ফেলেন যশস্বী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -