IND vs AUS Live: বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ান ডে ম্য়াচে ৭ উইকেটে জয় অজিদের, সিরিজেও এগিয়ে গেল মার্শ বাহিনী

IND vs AUS Live Score: ২০২৫ আইপিএলে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে। আইপিএলের মাঝেই টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ান ২ তারকা।

Advertisement

ABP Ananda Last Updated: 19 Oct 2025 04:41 PM

প্রেক্ষাপট

পারথ: অস্ট্রেলিয়ার (India vs Australia) বিমান ধরার আগেই দুজনের সাক্ষাতের মুহূর্তটা বেশ স্পেশাল ছিল। ওয়ান ডে ফর্ম্য়াটে সদ্য প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohi Sharma) ও সদ্য নতুন অধিনায়ক শুভমন গিল...More

IND vs AUS Live Score: ৭ উইকেটে জয় অজি বাহিনীর

২১.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল অস্ট্রেলিয়া। ৭ উইকেটে জয় মার্শ বাহিনীর। সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.