সিডনি: দলে বদলে আনা হল। অধিনায়ককেও বসিয়ে দেওয়া হল। বোলিং লাইন আপেও সুযোগ দেওয়া হল নতুন মুখকে। কিন্তু কোনও কিছু করেই শেষ পর্যন্ত বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখা সম্ভব হল না। সিডনি টেস্টেও অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিল। ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন গৌতম গম্ভীর। এবার ম্য়াচের পরও সাংবাদিক বৈঠকে এলেন গৌতম গম্ভীর। কোচ হিসেবে যার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। তবে ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে প্লেয়ারদের পাশেই দাঁড়ালেন ভারতীয় দলের হেডকোচ। তরুণ প্লেয়ারদের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও দিলেন।
সিডনি ম্য়াচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। এরপরই সাংবাদিক বৈঠকে আসেন গৌতম গম্ভীর। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরার বল হাতে মাঠে না নামা কি তফাৎ গড়ে দিয়েছে। গম্ভীর বলেন, ''টেস্ট ম্য়াচে একজনের ওপর নির্ভর করে জেতা কখনওই যায় না। আমি মনে করি না যে বুমরা নেই বলেই শুধু আমরা হেরে গিয়েছি। অস্ট্রেলিয়া দলগতভাবে দারুণ পারফর্ম করেছে, তার জন্যই ওরা জিতেছে। অনেক তরুণ ক্রিকেটার এই সিরিজে খেলেছে। তাঁরা এই হার থেকে অনেক শিক্ষা নেবে। আশা করি পরের সিরিজে ঘুরে দাঁড়াবে।''
এরপর লাল বলের ফর্ম্য়াটে ভারতের সফর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। যা ২০ জুন থেকে শুরু হতে চলেছে। সেই সিরিজের আগেই কি দল আমূল বদলে যাবে? গম্ভীর বলছেন, ''এখনই এই বিষয়ে বলা সম্ভব নয়। ৬ মাস অনেকটা সময়। তার মাঝে অনেক কিছুই বদলে যাবে। বিরাট ও রোহিত কারও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই কথা বলার আমি কেউ নই। ওঁরা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। ওঁরা জানে যে ভারতীয় ক্রিকেটের ভালর জন্য কী করা উচিৎ। তাই পুরো সিদ্ধান্তটা ওদের ওপর ছেড়ে দেওয়াই উচিৎ।''
তরুণ ক্রিকেটারদের জন্য গম্ভীরের বার্তা, ''আমি সবসময় মনে করি টেস্ট ক্রিকেটকে যদি প্রাধান্য দাও। টেস্ট ক্রিকেট খেলার মানসিকতা যদি থাকে। তবে ঘরোয়া ক্রিকেট বেশি করে খেলাে। তবেই সাফল্য আসবে। নইলে কিন্তু কোনও উন্নতি করা যাবে না।''
অস্ট্রেলিয়া দলকে শুভেচ্ছা জানালেও স্যাম কনসটাসের আচরণে ক্ষুব্ধ ভারতীয় দলের হেডকোচ। গম্ভীর বলছেন, ''ক্রিকেট খেলাটা অনেক কঠিন। এত সহজ নয়। কনসটাস সবে কেরিয়ার শুরু করেছে। আমার মনে হয় না ওর বুমরার সঙ্গে তর্ক করার কোনও প্রয়োজন ছিল। যেখানে ও নিজে স্ট্রাইকিং এন্ডেও নেই।''