মেলবোর্ন: নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে লজ্জার হোয়াইটওয়াশের ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে তাই বাড়তি সতর্ক ভারতীয় শিবির। প্রস্তুতির যাতে কোনও খামতি না থাকে, সেই কারণে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের আগে ভারত এ দলে অন্তর্ভুক্ত করা হল কে এল রাহুল (KL Rahul) ও ধ্রুব জুরেলকে (Dhruv Jurel)। বৃহস্পতিবার থেকে যে ম্যাচ শুরু হবে মেলবোর্নে। তার আগে পেসার যশ দয়ালের পরিবর্তে প্রসিদ্দ কৃষ্ণকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে ডাক পেয়েছেন দয়াল। তিনি দক্ষিণ আফ্রিকা রওনা হয়ে গিয়েছেন। তাঁর বিকল্প হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণকে নেওয়া হয়েছে ভারত এ দলে। 


অস্ট্রেলিয়া এ দলের কাছে প্রথম টেস্টে ৭ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। ভারতীয় শিবির সূত্রে খবর, বাংলার অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে দ্বিতীয় টেস্টে ইনিংস ওপেন করতে পারেন রাহুল। বর্ডার-গাওস্কর ট্রফির শুরুর দিকে রোহিত শর্মার না থাকার কথা। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুর দিকের ম্যাচগুলিতে যশস্বী জয়সওয়ালের ওপেনিং পার্টনার কে হবেন?


লড়াই কে এল রাহুল ও ঈশ্বরণের মধ্যে। মনে করা হচ্ছে, দুই ক্রিকেটারকে একই ম্যাচে দেখে নিতে চাইছেন নির্বাচকেরা। যদি অভিমন্যু ভাল কিছু করেন, জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। সেক্ষেত্রে রাহুলকে পিছনে ফেলে দেবেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি ব্যাটার। যদিও অভিমন্যু প্রথম ম্যাচে রান পাননি। দ্বিতীয় ম্যাচেও রান না পেলে  ও রাহুল ভাল খেলে দিলে দৌড়ে পিছিয়ে পড়বেন অভিমন্যু।


রাহুল-অভিমন্যু ওপেন করলে ব্যাটিং অর্ডারে নীচে নামতে হবে আগের ম্য়াচে ওপেনার হিসাবে খেলা অধিনায়ক রুতুরাজকে। ঈশানের পরিবর্তে উইকেটকিপার হিসাবে খেলতে পারেন ধ্রুব।


দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের জন্য নির্বাচিত ভারতীয় দল


রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহ অধিনায়ক), সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, দেবদত্ত পাড়িক্কল, রিকি ভুঁই, বাবা ইন্দ্রজিৎ, ঈশান কিষাণ (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), মুকেশ কুমার, খলিল আমেদ, নভদীপ সাইনি, মানব সুতার, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, কে এল রাহুল ও ধ্রুব জুরেল (উইকেটকিপার)।


আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।