দুবাই: তাঁকে বলা হয় চেজমাস্টার। রান তাড়া করতে নেমে বরাবর নিজের সেরাটা দেন। স্নায়ুর চাপের পরিস্থিতিতে বরফশীতল থাকতে পারেন।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে অস্ট্রেলিয়া যখন ২৬৫ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভরসা করেছিলেন বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটেই। চেজমাস্টার ফের ব্যাট হাতে জ্বলে উঠবেন, আর ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত, এমনই দৃশ্য দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ।
হতাশ করেননি কোহলি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন নম্বরে যখন ব্যাট করতে নামলেন, শুভমন গিলের উইকেট হারিয়ে চাপে ভারত। সেখান থেকে ৯৮ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেললেন বিরাট। অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা চাপে ফেলে দিল তাঁর ব্যাট।
কোহলির চওড়া ব্যাটও অবশ্য সেমিফাইনালের রুদ্ধশ্বাস পরিণতি রুখতে পারেনি। অ্যাডাম জ়াম্পার বলে স্লগ স্যুইপ মারতে গিয়ে তিনি যখন বাউন্ডারি লাইনে বেন ডোয়ার্সুইসের হাতে ধরা পড়লেন, ৪৪ বলে ৪০ রান বাকি ভারতের।
কোহলি ফিরতেই চাপ বাড়ে ভারতের। ভারতীয় ইনিংসের ৪৪ ও ৪৬তম ওভারে বল করতে এসে মোটে ৪ রান খরচ করে নাটকীয় পরিস্থিতি তৈরি করেন অস্ট্রেলীয় পেসার নাথান এলিস। সমীকরণ দাঁড়ায়, ২৪ বলে ২৭ রান চাই ভারতের। হাতে তখন ৫ উইকেট। ক্রিজে কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্য। টিভি ক্যামেরায় যতবার ভারতীয় শিবিরের ছবি দেখা যাচ্ছিল, সকলের চোখে-মুখে ধরা পড়ছিল উৎকণ্ঠা।
৪৭তম ওভারে অ্যাডাম জাম্পাকে পরপর দু'বলে জোড়া ছক্কা মেরে যেন দলকে ভেন্টিলেশন থেকে বার করে আনেন হার্দিক। ম্যাচ জিততে শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১২ রান। ওভার প্রতি মাত্র ৪ রান করে চাই টিম ইন্ডিয়ার। ম্যাচ দেখতে যাওয়া আইসিসি চেয়ারম্যান জয় শাহকেও দেখা গেল দর্শকাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। যেন স্বস্তি ফিরে পেল ভারতীয় শিবির।
৪৮তম ওভারে ২৪ বলে ২৮ রান করে হার্দিক ফিরলেও, ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। ১৩ বলে প্রয়োজন ছিল আর ৬ রান। অবশেষে ১১ বল বাকি থাকতে মোক্ষলাভ। গ্লেন ম্যাক্সওয়েলকে বিশাল ছক্কা মেরে কাঙ্খিত জয় এনে দিলেন রাহুল। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ৪২ রানে অপরাজিত রইলেন তিনি। ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত। আমদাবাদের বদলা দুবাইয়ে। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে সেই অস্ট্রেলিয়াকেই ছিটকে দিল ভারত।
পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। টানা তিনবার আইসিসি-র এই মেগা ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ কারা? নির্ধারিত হয়ে যাবে বুধবার। যেদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই ট্রফির স্বপ্ন দেখছেন।
আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে, শ্যুটিং ফ্লোরে আগুন! কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?