IND vs AUS Live: ইতিহাস গড়ে মেলবোর্নে সেঞ্চুরি নীতিশ রেড্ডির, মাঠজুড়ে অভিবাদন অজি সমর্থকদেরও
India vs Australia Live Score: বক্সিং ডে টেস্টের সব আপডেট এক ক্লিকেই-
ABP Ananda Last Updated: 28 Dec 2024 12:54 PM
প্রেক্ষাপট
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) শুক্রবার কোহলি ও জয়সওয়ালের শতাধিক রানের পার্টনারশিপ ভারতকে বেশ ভাল জায়গাতেই পৌঁছে দিয়েছিল। তবে মুহূর্তের ভুল আর তাতেই ছন্দপতন। কলিংয়ে ভুলত্রুটির জেরে সেট...More
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) শুক্রবার কোহলি ও জয়সওয়ালের শতাধিক রানের পার্টনারশিপ ভারতকে বেশ ভাল জায়গাতেই পৌঁছে দিয়েছিল। তবে মুহূর্তের ভুল আর তাতেই ছন্দপতন। কলিংয়ে ভুলত্রুটির জেরে সেট জয়সওয়ালকে ৮২ রানে সাজঘরে ফিরতে হয়। এরপরেই কোহলিও আউট হয়ে ফেরেন ৩৯ রানে। তিনি সাজঘরে ফেরার পথেই ঝামেলায় জড়ান।দ্বিতীয় দিনের শেষবেলায় ৩৬ রানের ইনিংস খেলে স্কট বোল্যান্ডের সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। একাগ্রতার সঙ্গে ব্যাটিং করেও ক্ষণিকের ভুলে ফের একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরছিলেন হতাশ কোহলি। এই সময়ই তাঁর উদ্দেশে সমর্থকদের একাংশের তরফে কটাক্ষ উড়ে আসে। তখনই মেজাজ হারান বিরাট। এমসিজির টানেলে ঢোকার মুখে তাঁকে কটাক্ষ করা সমর্থকদের দিকে ফিরে তাকান কোহলি। তবে সৌভাগ্যবশত জিনিসপত্র নাগালের বাইরে যাওয়ার আগেই সেখানে উপস্থিত এক নিরাপত্তাকর্মী কোহলিকে শান্ত করে তাঁকে সাজঘরে ফিরিয়ে নিয়ে যান।কোহলি যে আবেগ লুকিয়ে রাখেন না, তা এতদিনে সকলেই জানেন। গতকাল কনস্টাসের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর। ঘটনাটি ঘটে অজ়ি ইনিংসের দশম ওভারের পর। দিক বদলের সময় বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের (Sam Konstas) ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই মাঝ পিচে দুইজন দুইজনের দিকে ফিরে তাকান। কোহলিকে কিছু বলতে শোনা যায়, পাল্টা দেন কনস্টাস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাঠে আম্পায়ার এবং উসমান খাওয়াজাকে মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দিতে হয়। দ্বিতীয় দিনের খেলাশেষে সুন্দর সাংবাদিক সম্মেলনে বলেন, 'দল চায় আমি যেন তিন বিভাগেই ভাল পারফর্ম করি। এটা ভাল বিষয় নয়? এটা তো আমার জন্য ব্যক্তিগতভাবে একটা দারুণ সুযোগ।' দলের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি আশাবাদী। 'যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি যখন ব্যাট করছিল,তখন আমরা বড় রান করার পথে অগ্রসর হয়েছিলাম। তবে নিঃসন্দেহে কাল সকালে ব্যাটে নেমে আমরা লড়াইটা চালাব। সাজঘরে সকলেই দারুণ উদ্যমী আর আমরা সকলেই ইতিবাচক ভাবছি। এখনও তো ম্যাচে তিনটে গোটা দিন বাকি রয়েছে, প্রচুর ওভার বাকি রয়েছে। এবার পুরোটাই আমাদের হাতে। দলের হয়ে আমাদের লড়াই করতে হবে।' মত তরুণ অলরাউন্ডারের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
IND vs AUS Live Update: তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৩৫৮/৯
তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৩৫৮/৯। এখনও ১১৬ রানে পিছিয়ে আছে ভারত। ক্রিজে অপরাজিত ১০৫ রান করে রয়েছেন নীতিশ রেড্ডি। ২ রান করে সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ।