IND vs AUS Live: ইতিহাস গড়ে মেলবোর্নে সেঞ্চুরি নীতিশ রেড্ডির, মাঠজুড়ে অভিবাদন অজি সমর্থকদেরও

India vs Australia Live Score: বক্সিং ডে টেস্টের সব আপডেট এক ক্লিকেই-

ABP Ananda Last Updated: 28 Dec 2024 12:54 PM

প্রেক্ষাপট

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) শুক্রবার কোহলি ও জয়সওয়ালের শতাধিক রানের পার্টনারশিপ ভারতকে বেশ ভাল জায়গাতেই পৌঁছে দিয়েছিল। তবে মুহূর্তের ভুল আর তাতেই ছন্দপতন। কলিংয়ে ভুলত্রুটির জেরে সেট...More

IND vs AUS Live Update: তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৩৫৮/৯

তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৩৫৮/৯। এখনও ১১৬ রানে পিছিয়ে আছে ভারত। ক্রিজে অপরাজিত ১০৫ রান করে রয়েছেন নীতিশ রেড্ডি। ২ রান করে সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ।