IND vs AUS Live: ইতিহাস গড়ে মেলবোর্নে সেঞ্চুরি নীতিশ রেড্ডির, মাঠজুড়ে অভিবাদন অজি সমর্থকদেরও
India vs Australia Live Score: বক্সিং ডে টেস্টের সব আপডেট এক ক্লিকেই-
মেলবোর্নে দুরন্ত শতরান নীতিশ রেড্ডির। স্কট বোল্যান্ডকে বাউন্ডারি হাঁকিয়ে শতরানের গণ্ডি পেরলেন নীতিশ।
অবশেষে নীতিশ-সুন্দরের ১২৭ রানের পার্টনারশিপ ভাঙলেন নাথান লিঁয়। ১৬১ বলে ৫০ রানের ইনিংস খেলে ওয়াশিংটন সুন্দর ক্যাচ আউট হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। ভারতের স্কোর ৩৪৮/৮।
ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। প্রায় দেড়শো বলের কাছাকাছি খেলে একটি বাউন্ডারির সাহায্যে পূরণ করলেন অর্ধশতরান।
ম্য়াচের রং বদলে দেওয়া পার্টনারশিপ গড়ে এগিয়ে চলেছেন নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। দুজনের মধ্যে ১১৮ রানের পার্টনারশিপ হয়েছে। এখনও হাতে রয়েছে ৩ উইকেট। ভারত প্রথম ইনিংসে পিছিয়ে ১৩৫ রানে।
চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩২৬/৭। বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় খেলা আপাতত স্থগিত। ক্রিজে আছেন নীতিশ রেড্ডি (৮৫) ও ওয়াশিংটন সুন্দর (৪০)।
৩০০ রানের গণ্ডি পেরিয়ে গেল ভারত। প্রথম ইনিংসে ব্যবধান কমাচ্ছে ভারত। দুরন্ত লড়াই করছেন নীতিশ-ওয়াশিংটন জুটি। পার্টনারশিপে বোর্ডে উঠেছে এখনও পর্যন্ত ৮৩ রান।
ফলো অন বাঁচিয়ে দিল ভারত। নীতিশ রেড্ডিকে যোগ্য সঙ্গ দিলেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চাশের গণ্ডি পেরিয়ে গেছে তাঁদের পার্টনারশিপ।
কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকালেন নীতিশ কুমার রেড্ডি। সেলিব্রেশন করলেন পুষ্পা স্টাইলে। ব্যাট হাতেই বোঝালেন 'ঝুঁকেগা নেহি'।
ধীরে ধীরে ফলো অন বাঁচানোর লক্ষ্যে এগোচ্ছে ভারত। ক্রিজে আছেন নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। ৩৮ রানের পার্টনারশিপ গড়ে তুললেন তাঁরা।
ক্রিজে সেট হয়েও আউট জাডেজা। নীতিশ রেড্ডির সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু নাথান লিঁয়র বলে শেষ পর্যন্ত লেগবিফোর হয়ে ১৭ রান করে প্যাভিলিয়ন ফেরেন।
বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান বোর্ডে তুলেছে ভারত।
দিনের প্রথম উইকেট হারাল ভারত। ২৮ রান করে প্যাভিলিয়ন ফিরলেন ঋষভ পন্থ। বোল্যান্ডের বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার।
প্রেক্ষাপট
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) শুক্রবার কোহলি ও জয়সওয়ালের শতাধিক রানের পার্টনারশিপ ভারতকে বেশ ভাল জায়গাতেই পৌঁছে দিয়েছিল। তবে মুহূর্তের ভুল আর তাতেই ছন্দপতন। কলিংয়ে ভুলত্রুটির জেরে সেট জয়সওয়ালকে ৮২ রানে সাজঘরে ফিরতে হয়। এরপরেই কোহলিও আউট হয়ে ফেরেন ৩৯ রানে। তিনি সাজঘরে ফেরার পথেই ঝামেলায় জড়ান।
দ্বিতীয় দিনের শেষবেলায় ৩৬ রানের ইনিংস খেলে স্কট বোল্যান্ডের সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। একাগ্রতার সঙ্গে ব্যাটিং করেও ক্ষণিকের ভুলে ফের একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরছিলেন হতাশ কোহলি। এই সময়ই তাঁর উদ্দেশে সমর্থকদের একাংশের তরফে কটাক্ষ উড়ে আসে। তখনই মেজাজ হারান বিরাট। এমসিজির টানেলে ঢোকার মুখে তাঁকে কটাক্ষ করা সমর্থকদের দিকে ফিরে তাকান কোহলি। তবে সৌভাগ্যবশত জিনিসপত্র নাগালের বাইরে যাওয়ার আগেই সেখানে উপস্থিত এক নিরাপত্তাকর্মী কোহলিকে শান্ত করে তাঁকে সাজঘরে ফিরিয়ে নিয়ে যান।
কোহলি যে আবেগ লুকিয়ে রাখেন না, তা এতদিনে সকলেই জানেন। গতকাল কনস্টাসের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর। ঘটনাটি ঘটে অজ়ি ইনিংসের দশম ওভারের পর। দিক বদলের সময় বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের (Sam Konstas) ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই মাঝ পিচে দুইজন দুইজনের দিকে ফিরে তাকান। কোহলিকে কিছু বলতে শোনা যায়, পাল্টা দেন কনস্টাস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাঠে আম্পায়ার এবং উসমান খাওয়াজাকে মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দিতে হয়।
দ্বিতীয় দিনের খেলাশেষে সুন্দর সাংবাদিক সম্মেলনে বলেন, 'দল চায় আমি যেন তিন বিভাগেই ভাল পারফর্ম করি। এটা ভাল বিষয় নয়? এটা তো আমার জন্য ব্যক্তিগতভাবে একটা দারুণ সুযোগ।' দলের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি আশাবাদী। 'যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি যখন ব্যাট করছিল,তখন আমরা বড় রান করার পথে অগ্রসর হয়েছিলাম। তবে নিঃসন্দেহে কাল সকালে ব্যাটে নেমে আমরা লড়াইটা চালাব। সাজঘরে সকলেই দারুণ উদ্যমী আর আমরা সকলেই ইতিবাচক ভাবছি। এখনও তো ম্যাচে তিনটে গোটা দিন বাকি রয়েছে, প্রচুর ওভার বাকি রয়েছে। এবার পুরোটাই আমাদের হাতে। দলের হয়ে আমাদের লড়াই করতে হবে।' মত তরুণ অলরাউন্ডারের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -