সিডনি: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে। পরপর দুই ম্যাচে ভারতকে হারিয়ে ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ান ডে ম্যাচ কার্যত নিয়মরক্ষার। হার-জিতের ওপর সিরিজের ভাগ্য নির্ধারণ করছে না।
তবে ভারতীয় শিবির চাইবে জিতে ওয়ান ডে সিরিজ শেষ করতে। যাতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের আগে মানসিকভাবে চনমনে জায়গায় থাকা যায়। পারথে প্রথম ম্যাচে একপেশেভাবে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে অবশ্য পাল্টা লড়াই করেছিল ভারত। তবে শেষরক্ষা হয়নি। ২ উইকেটে ম্যাচ হরারতে হয়।
ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা প্রকট করে দিয়েছেন মিডিয়াম পেসার জশ হ্যাজলউড। অ্যাশেজের আগে যা অস্ট্রেলিয়া শিবিরকে স্বস্তি দেবে। বিরাট কোহলি পরপর দুই ম্যাচে শূন্য। প্রথম ম্যাচে রোহিতেরক ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে। দ্বিতীয় ম্য়াচে অবশ্য রান পেয়েছেন রোহিত। তহে তা দলকে জেতানোর মতো যথেষ্ট ছিল না। ওপেনার হিসাবে সুযোগের অপেক্ষায় রয়েছেন যশস্বী জয়সওয়াল। টানা ব্যর্থতা মানে যশস্বীর সামনে খুলে যেতে পারে একাদশের দরজা।
হার্দিক পাণ্ড্যর না খেলতে পারাও ফারাক গড়ে দিচ্ছে। নীতীশ কুমার রেড্ডিকে পেসার-অলরাউন্ডার হিসাবে ব্যবহার করা হলেও তিনি আহামরি কিছু করতে পারেননি প্রথম দুই ম্যাচে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ছন্দে। ম্যাট শর্ট, কুপার কনোলি, মিচ ওয়েন ও ম্যাথু রেনশ ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া রান তাড়া করলেই এঁরা জ্বলে উঠছেন ব্যাট হাতে। স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর নবাগতদের পারফরম্যান্স খুশি করবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে।
একটি লজ্জার ইতিহাস এড়ানোর চাপ রয়েছে ভারতের ওপর। এর আগে কখনও কোনও অস্ট্রেলিয়া দল ওয়ান ডে সিরিজে ভারতকে ৩-০ হারায়নি। যে ম্যাচ দেখতে সিডনিতে উৎসাহে ভাঁটা নেই। ম্যাচের সব টিকিট নিঃশেষ।
দুই দলের ফর্ম দেখলে, শেষ পাঁচ ম্যাচে ৩টি ওয়ান ডে ম্যাচে জিতেছে অস্ট্রেলিা। ভারত শেষ পাঁচ ম্যাচের মধ্যে ২টি হেরেছে ও অস্ট্রেলিয়াও সেই নিরিখে ভারতের সমান জায়গায়।
আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য দীর্ঘ ৯ বছর অপেক্ষা করেছিলেন রেনশ। পারথে ম্যাচ জেতানো ইনিংসের পর অ্যাডিলেডেও আক্রমণাত্মক ইনিংস খেলেছেন। সঙ্গে ম্যাট শর্ট, কুপার কনোলিরা সকলেই ফর্মে।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বিশেষ করে বিরাট কোহলির দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে ০ করে আউট হয়েছেন। যে অভিজ্ঞতা কেরিয়ারে আগে কখনও হয়নি। সিডনিতে কী করবেন তিনি?
শোনা যাচ্ছে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর তৃতীয় ম্যাচে হ্যাজলউড কিংবা মিচেল স্টার্ককে বিশ্রাম দেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যআভিস হেড, ম্যাট শর্ট, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনোলি, মিচ ওয়েন, জেভিয়ার বার্টলেট, মিচেল স্টার্ক/ জ্যাক ওয়ার্ডস, অ্যাডাম জাম্পা, নাথান এলিস/জশ হ্যাজলউড।