IND vs AUS Live: সিডনিতেও ম্য়াচ বাঁচাতে পারলেন না বুমরারা, ১০ বছর পরে বর্ডার গাওস্কর ট্রফি জয় অস্ট্রেলিয়ার
IND vs AUS Live Score: ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের তৃতীয় দিনের লাইভ আপডেট---
৬ উইকেটে ভারতকে হারিয়ে সিডনি টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। বর্ডার গাওস্কর ট্রফিতে ৩-১ ব্যবধানে জয় কামিন্স বাহিনীর।
৪১ রান করে সিরাজের বলে প্যাভিবলিয়ন ফিরলেন উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন
ধীরে ধীরে জয়ের লক্ষ্যে এগােচ্ছে অস্ট্রেলিয়া। হেডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছেন উসমান খাওয়াজা। এখনও ভারতের লক্ষ্য ৭ উইকেট। বুমরার অভাব অনুভূত হচ্ছে ভীষণভাবে।
মধ্যাহ্নভোজের বিরতিতে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৭১ রান তুলে নিল অস্ট্রেলিয়া। আরও ৯১ রান পিছিয়ে রয়েছে তারা। বুমরার অনুপস্থিতিতে সিরাজ-কৃষ্ণ-সুন্দররা কি পারবেন বাকি ৭ উইকেট দ্রুত তুলে নিত?
অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। মাত্র ৪ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলেই জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন প্রাক্তন অজি অধিনায়ক। এখনও ১০৪ রান প্রয়োজন অজিদের এই টেস্ট জিততে।
৬ রানে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হয়ে গেলেন মারনাস লাবুশেন। জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে ফিরলেন অজি ব্য়াটার। এখনও ১১০ রানে এগিয়ে ভারত।
অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। ১৭ বলে ২২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফিরলেন স্য়াম কনসটাস। তাঁকে ফেরালেন প্রসিদ্ধ কৃষ্ণ।
দীর্ঘস্থায়ী হল না ভারতের ইনিংস। ১৫৭ রানে অল আউট হয়ে গেল গোটা শিবির। অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৬২।
সকাল সকালই উইকেট হারাল ভারত। ১৩ রান করে কামিন্সের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন রবীন্দ্র জাডেজা। দেড়শো রানের বেশি লিড নিল ভারত।
প্রেক্ষাপট
সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট কোনদিকে গড়াবে তা হয়ত আজ, রবিবার ৫ জানুয়ারি পরিষ্কার হয়ে যাবে। এই ম্যাচ জিতলে বর্ডার গাওস্কর ট্রফি জিতে নেবে প্যাট কামিন্সের দল। অন্যদিকে সিরিজে পিছিয়ে থাকলেও ট্রফি রিটেইন করার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার সামনে।
শনিবার লাঞ্চের বিরতির পরই এদিন বুমরাকে ড্রেসিরুমে চলে যেতে হয়। চোটের জন্য মাঠে নামতে পারেননি আর বুমরা। স্ক্যান করাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অস্ট্রেলিয়া ১৮১ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৩টি করে উইকেট নেন। ৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ওপেনিং জুটি ভালই এগোচ্ছিলেন। প্রথম ওভারেই স্টার্ককে চারটি বাউন্ডারি হাঁকান জয়সওয়াল। কিন্তু বোল্যান্ড ফিরতেই ত্রাস হয়ে ওঠেন তিনি ভারতীয় ব্যাটারদের সামনে। প্রথমে ফেরান যশস্বীকে। ২২ রানে ফেরেন ভারতীয় ওপেনার। ৪২ রানের মাথায় প্রথম উিকেটের পতন হয় ভারতের। এরপর কে এল রাহুলও ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বোল্যান্ডের বলে বোল্ড হয়ে। শুভমন গিলও ১৩ রান করে ওয়েবস্টারের বলে আউট হন। বোল্যান্ডের তৃতীয় শিকার হন বিরাট কোহলি। মাত্র ৬ রান করেন তিনি। আরও একবার খোঁচা দিয়ে অফস্টাম্পের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৭৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত।
এরপরই পন্থের ঝোড়ো ব্যাটিং শুরু হয়। ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। মাত্র ২৯ বলে অর্ধশতরানও পূরণ করেন। শেষ পর্যন্ত ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্য়ে ৩৩ বলে ৬১ রানের ইঅনিংস খেলেন আউট হন দিল্লর তরুণ উইকেট কিপার ব্যাটার। নীতীশ রেড্ডি এদিনও ব্যর্থ। ৪ রান করে ফেরেন। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে আছেন জাডেজা ও সুন্দর। আর মোটামুটি ৬০-৬৫ রান অন্তত বোর্ডে যোগ করতে পারলে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে ভারতের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ১২টি ম্য়াচে সেকেণ্ডে ইনিংসে দুশোর বেশি রান বোর্ডে উঠেছে মাত্র ১ বার। তবে দ্বিতীয় ইনিংসে বুমরা কতটা ফিট হয়ে মাঠে নামতে পারেন তার ওপর অনেক কিছু নির্ভর করছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -