পারথ: অস্ট্রেলিয়া সফর থেকেই অধিনায়ক হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে পথ চলা শুরু হয়েছে শুভমন গিলের। আর ব্যাটার হিসেবেও নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে শুভমন গিলের সামনে। যদিও পারথে ব্যাট হাতে রান পাননি। মাত্র ১০ রান করে প্যাভিলিয়ন ফিরেছেন তিনি। তবে আরও ২টো ওয়ান ডে ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচগুলোতেই বড় রান করে বাবর আজমের রেকর্ড ভেঙে দিতে পারেন ভারত অধিনায়ক।
বিশ্ব ক্রিকেটে দ্রুততম ৩ হাজার রান সংগ্রহকারী ব্যাটারের তালিকায় সবার আগে উঠে আসতে পারেন ভারত অধিনায়ক। শুভমন গিল এখনও পর্যন্ত ৫৫টি ইনিংসে এই ফর্ম্য়াটে ২৭৭৫ রান করেছেন। যদি চলতি সিরিজে ২২৫ রান করেন, তাহলে নজির গড়ে ফেলবেন ডানহাতি তরুণ ব্যাটার। এখনও পর্যন্ত এই তালিকায় সবার আগে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটার হাসিম আমলা। তিনি ৫৭ ইনিংসে তিন হাজার রান করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। তিনি ৬৭ ইনিংস সময় নিয়েছিলেন। ফখর জামান ও ইমাম উল হকও এই ৬৭ ইনিংস সময় নিয়েছিলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম পঞ্চম দ্রুততম হিসেবে ৬৮ ইনিংসে ৩ হাজার রান ওয়ান ডে ফর্ম্য়াটে পূরণ করেছিলেন।
প্রথম ওয়ান ডে ম্য়াচে মাত্র ১০ রান করেছিলেন গিল। বাকি দুটো ম্য়াচে আরও ২১৫ রান করতে পারলেই হাসিম আমলার সঙ্গে যুগ্মভাবে দ্রুততম তিন হাজার রান পূরণ করার নজির গড়বেন ডানহাতি ব্যাটার। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন গিল। ইংল্যান্ডে তো সাতশোর বেশি রান নিজের নামের পাশে জোর করেছিলেন।
এদিন মিচেল মার্শের সঙ্গে পারথে টস করতে এসেছিলেন শুভমন গিল। রোহিত শর্মাকে সরিয়ে ৫০ ওভারের ফর্ম্য়াটে গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। টেস্টের পর ওয়ান ডে ফর্ম্য়াটেও এখন দায়িত্বে পঞ্জাবের তরুণ ব্যাটার। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। রোহিত শর্মা মাত্র ৮ রান করে ফেরেন প্যাভিলিয়নে। বিরাট কোহলিও রান পাননি। তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। গিল নিজের ১০ ও সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন।