পারথ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2025) পয়েন্ট টেবিলে এই মুহূর্তে প্রথম দুটো স্থানে রয়েছে তারা। আসন্ন বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) লড়াইটা যদিও ভারতীয় ক্রিকেট দলের জন্য কিছুটা কঠিন। কারণ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হােয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইটা কিছুটা কঠিন। পাঁচটি ম্য়াচের দুটোতে হারলেই হয়ত লর্ডসে আগামী বছর ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হতে পারে রোহিত ব্রিগেডে। অন্য়দিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে অজি ব্রিগেড। আর আসন্ন সিরিজেই রেকর্ডের হাতছানিও রয়েছে স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিঁয়র মত তারকা ক্রিকেটারদের।


বর্ডার গাওস্কর ট্রফিতে পাঁচটি টেস্ট রয়েছে। স্টিভ স্মিথ আর ৩১৫ রান করতে পারলেই চতুর্থ অজি ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করার নজির গড়বেন স্মিথ। এর আগে রিকি পন্টিং (১৩,৩৭৮) অ্যালান বর্ডার (১১,১৭৪) স্টিভ ওয়া (১০৯২৭) রয়েছেন তালিকায়। এখনও পর্যন্ত ডানহাতি অজি ব্যাটার স্মিথ ১০৯ টেস্ট খেলে ৯৬৮৫ রান করেছেন। ৫৬.৯৭ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ৩২টি শতরান ও ৪১টি অর্ধশতরান। ব্যক্তিগত সর্বোচ্চ ২৩৯। আর ৫৫৯ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ অজি ব্যাটার হিসেবে ১৭ হাজার রান করার নজিরও গড়লেন। আর ৫০৭ রান করলে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করার মালিক হয়ে যাবেন প্রাক্তন অজি অধিনায়ক স্মিথ। এখও পর্যন্ত ১৯ টেস্টে ২০৪২ রান করেছেন ৬৫-র ওপর গড়ে। এই মুহূর্তে তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ২৫৫৫ রান। 


অধিনায়ক প্যাট কামিন্স আর ২২ উইকেট পেলই আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম অজি বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন। একই মাইলস্টোন স্পর্শ করতে পারেন জস হ্যাজেলউড। বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপের ইতিহাসে ১৭৫ উইকেট নিয়েছেন তিনি। আর ২৫ উইকেট নিলেই প্রথম পেসার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ২০০ উইকেটের মালিক হবেন তিনি। নাথান লিঁয় এই তালিকায় ১৮৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন। তিনি আর ১৩ উইকেট পেলেই প্রথম বোলার হিসেবে দুশো উইকেটের মালিক হবেন লিঁয়। অন্যদিকে মিচেল স্টার্ক আর ১৯ উইকেট পেলেই ওয়ার্ন, ম্য়াকগ্রা, লি-র পর চতুর্থ অজি পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেটের মালিক হবেন।