গোল্ডকোস্ট: ওয়ান ডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে হারতে হয় ভারতকে। কিন্তু আগের ম্য়াচেই অজি শিবিরকে হারিয়ে সিরিজ ১-১ করে দিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। হোবার্টে ১৮০-র বেশি রান তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মার ঝোড়ো ক্যামিওর মাধ্যমে রান তাড়া করে ম্যাচ জিতে যায় ভারত।
গোল্ডকোস্টে চতুর্থ টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব ও তাঁর দল জয়ের ধারা বজায় রাখতে চাইবেন। ওয়ান ডে সিরিজে হারের পর ভারতীয় দল চাইবে টি-টােয়েন্টি সিরিজে জিততে। তাঁর আগে দেখে নেওয়া যাক চতুর্থ টি-টোয়েন্টিতে কেমন হতে পারে ভারতীয় একাদশ--
কুলদীপ যাদবকে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। তাই এই সিরিজে আর তাঁকে দেখা যাবে না। আগের ম্য়াচে হর্ষিত রানাকে বসিয়ে অর্শদীপ সিংহকে খেলানো হয়েছিল। যার ফলও পেয়েছিল দল। অর্শদীপ বল হাতে ৩ উইকেট তুলে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছিলেন। চতুর্থ টি-টোয়েন্টিতে যদি হর্ষিত রানাকে খেলানো হয়, তাতেও অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ ব্যাটিংয়ে গভীরতার জন্য হর্ষিত রানাকে খেলানোর সিদ্ধান্ত নিতে পারে টিম ম্য়ানেজমেন্ট। এছাড়া আর একাদশে বদলের সম্ভাবনা নেই বললেই চলে। সঞ্জু স্য়ামসনকে হয়ত চতুর্থ ম্যাচেও বসতে হবে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জিতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিটন সুন্দর, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ
উল্লেখ্য, আগের ম্য়াচে কুলদীপ যাদবের মতো ছন্দে থাকা উইকেট সংগ্রহকারী স্পিনারকে বসিয়ে একাদশে তামিলনাড়ুর অফস্পিনারকে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার ইনিংসে যিনি ফিল্ডিং করছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। মাঠের সেই জায়গা, যেখানে জন্টি রোডস থেকে শুরু করে রিকি পন্টিং, যুবরাজ সিংহ, গ্লেন ফিলিপ্সের মতো বিশ্বের সেরা ফিল্ডাররা দাঁড়িয়েছেন বা দাঁড়ান। আর সেখানে দাঁড়িয়ে কি না লোপ্পা ক্যাচ ফেলে দিলেন সুন্দর! যদিও পরে ব্যাট হাতে তা পুষিয়ে দিলেন সুন্দর। তার জন্যই আগামী ২ টো ম্য়াচে সুযোগ পেতে পারেন সুন্দর।