মুম্বই: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট তাঁর ঝুলিতে। কিন্তু সেই অর্শদীপ সিংহকেই (Arshdeep Singh) একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁর পরিবর্তে ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি (T20 Format) ম্যাচে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছিল। ম্য়াচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির জন্য। ভারতীয় বোলারদেরও মাঠে নামার প্রয়োজন পড়েনি। কিন্তু অর্শদীপকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে হর্ষিত রানাকে খেলানো কোনওভাবেই মেনে নিচ্ছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এবার অর্শদীপের পাশে দাঁড়িয়ে টিম ম্য়ানেজমেন্টকে একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Continues below advertisement

আর চার মাস পরেই ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অর্শদীপকে দলের বাইরে রাখার সিদ্ধান্তে গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের দিকে ফের আঙুল তুলছেন সবাই। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ঘরোয়া ক্রিকেটার প্রিয়ঙ্ক পাঞ্চাল। যিনি ৩৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ১৪ হাজার রান করে, রঞ্জিতে ভুরিভুরি রান করেও দেশের জার্সিতে একটি ম্য়াচও খেলার সুযোগ পাননি। প্রিয়ঙ্ক নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''বিশ্বের এমন দেশ যাঁরা তাঁদের কুড়ির ফর্ম্য়াটে সেরা বোলারকে একাদশের বাইরে রেখেছে, তাও আবার বিশ্বকাপের চার মাস আগে, এমনটা বোধহয় খুব একটা দেখতে পাওয়া যাবে না। আমি মনে করি অর্শদীপ সিংহ একটু ভালভাবে ট্রিট করা উচিৎ। ও যোগ্য, ওকে সুযোগ দেওয়া উচিৎ।'' 

Continues below advertisement

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলা হল মাত্র ৫৮ বল। ক্যানবেরাতে বৃষ্টির পূর্ভাবাস ছিলই। কিন্তু পুরো খেলাটাই যে ভেস্তে যাবে, তেমনটাই আশঙ্কা করা হয়নি কখনওই। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্যাপ্টেন মিচেল মার্শওপেনিংয়ে নেমেছিলেন দলের সহ অধিনায়ক শুভমন গিল ও কুড়ির ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। স্বাভাবিকভাবেই অভিষেক চালিয়ে খেলা শুরু করেছিলেন শুরু থেকেই। চারটি বাউন্ডারিও হাঁকিয়ে ফেলেছিলেন। কিন্তু ১৪ বলে ১৯ রান করেই নাথান এলিসের বলে চালিয়ে খেলতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন অভিষেক। এরপর আর কোনও উইকেট হারায়নি ভারত। সূর্যকুমার যাদব ক্রিজে আসার পর তিনি ও সহ অধিনায়ক শুভমন গিল মিলে দলের স্কোর একশোর দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিলেন। এরপর ফের বৃষ্টি নামে, যা থামেনি। ফলে খেলাও চালু করা আর সম্ভব হয়নি। আগামী ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্য়াচ।