সিডনি: দুঃস্বপ্নের ফর্ম চলছে রোহিত শর্মার (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে খেলবেন ভারত অধিনায়ক? নাকি একাদশ থেকে রোহিতকে বসানোর মতো বৈপ্লবিক কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)?


সিডনি টেস্টের আগে ভারতীয় দলের কোচ গম্ভীরকে সামলাতে হল রোহিতকে খেলানো নিয়ে বাউন্সার। তবে হুক বা পুল করার মতো সাহসী কোনও পদক্ষেপ করেননি গুরু গম্ভীর। বরং 'ডাক' করলেন তিনি।


সিডনি টেস্টের আগে ভারতীয় দলের অনুশীলনে রোহিতকে কিছুটা নিষ্প্রভ দেখিয়েছে বলেই খবর। সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ করেন। তারপর ড্রাইভের শ্যাডো প্র্যাক্টিস করেন, ফুটবলও খেলেন। গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল, রোহিত খেলবেন কি না, তিনি জানিয়ে দেন, ভারতের প্রথম একাদশ এখনও চূড়ান্ত করেননি। ম্যাচের আগে পিচ দেখে একাদশ চূড়ান্ত করবেন।


সাধারণত টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কই সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে এসেছিলেন গম্ভীর। যা দেখে অনেকেই বিস্মিত হন। যদিও গম্ভীর রোহিতের খেলা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। শুধু জানান, আকাশ দীপ চোটের কারণে খেলতে পারবেন না।


গম্ভীর বলেন, 'রোহিতের সব কিছু ঠিকই আছে। আমার মনে হয় না টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কের সাংবাদিক বৈঠক করাটা কোনও রীতি। হেড কোচ এসেছে তো। তাতেই হবে। সেটাই যথেষ্ট। কাল উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' রোহিতকে ধরেই কি পরিকল্পনা করা হচ্ছে? ফের এড়িয়ে যান গম্ভীর। বলেন, 'আমি যেমন বললাম, উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করা হবে।' আবারও একই প্রশ্ন করা হয় গম্ভীরকে। তিনি বলেন, 'আমার উত্তর একই থাকবে।'






অনেকেই রোহিতের একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন। বর্ডার গাওস্কর ট্রফিতে তিন টেস্টে মাত্র ৩১ রান করেছেন রোহিত। অধিনায়ক হিসাবে মাঠে তাঁর শরীরী ভাষা নিয়েও প্রশ্ন উঠছে। প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া যেমন সাফ জানিয়ে দিয়েছেন, সিডনি টেস্টের একাদশ থেকে রোহিতকে বাদ দিলে বলার কিছু থাকবে না।


চলতি সিরিজে এমনিতেই বেশ অবাক করা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পারথ টেস্টে যেমন ওয়াশিংটন সুন্দরকে একমাত্র স্পিনার হিসাবে খেলানো হয়েছিল। আর অশ্বিনকে বসিয়ে। পরের ম্যাচেই আবার তাঁকে বসিয়ে খেলানো হয় অশ্বিনকে। তৃতীয় টেস্টে স্পিনার হিসাবে খেলানো হয় রবীন্দ্র জাডেজাকে। পারথে অভিষেক হয়েছিল পেসার হর্ষিত রানার। তবে অ্যাডিলেডে ব্যর্থ হওয়ার পর তাঁকে বাদ দেওয়া হয়।



আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।