মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) জোর টক্কর চলছে। বর্ডার গাওস্কর ট্রফিতে ২-১ পিছিয়ে ভারত। নতুন বছরে সিডনিতে হবে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট। এছাড়াও সারা বছর ধরে রয়েছে ভারতের প্রচুর আকর্ষণীয় ক্রিকেট ম্যাচ। রইল পূর্ণাঙ্গ সূচি।


২০২৫ সালে ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সূচি



  • ভারত বনাম অস্ট্রেলিয়া, বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম টেস্ট, সিডনি (৩ - ৭ জানুয়ারি)


ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ



  • প্রথম টি-২০ ম্যাচ - কলকাতা - ২২ জানুয়ারি

  • দ্বিতীয় টি-২০ ম্যাচ - চেন্নাই - ২৫ জানুয়ারি

  • তৃতীয় টি-২০ ম্যাচ - রাজকোট - ২৮ জানুয়ারি

  • চতুর্থ টি-২০ ম্যাচ - পুনে - ৩১ জানুয়ারি

  • পঞ্চম টি-২০ ম্যাচ - মুম্বই - ২ ফেব্রুয়ারি


ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ



  • প্রথম ওয়ান ডে ম্যাচ - নাগপুর - ৬ ফেব্রুয়ারি

  • দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ - কটক - ৯ ফেব্রুয়ারি

  • তৃতীয় ওয়ান ডে ম্যাচ - আমদাবাদ - ১২ ফেব্রুয়ারি


চ্যাম্পিয়ন্স ট্রফি - ফেব্রুয়ারি-মার্চ ২০২৫



  • ভারত বনাম বাংলাদেশ - দুবাই - ২০ ফেব্রুয়ারি

  • ভারত বনাম পাকিস্তান - দুবাই - ২৩ ফেব্রুয়ারি

  • ভারত বনাম নিউজ়িল্যান্ড - দুবাই - ২ মার্চ

  • সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে) - দুবাই - ৪ মার্চ

  • ফাইনাল (যোগ্যতা অর্জন করলে) - দুবাই - ৯ মার্চ


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল



  • বনাম দক্ষিণ আফ্রিকা, লর্ডস - জুন (যোগ্যতা অর্জন করলে)


ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ



  • প্রথম টেস্ট - হেডিংলে - ২০ - ২৪ জুন

  • দ্বিতীয় টেস্ট - এজবাস্টন - ২ - ৬ জুলাই

  • তৃতীয় টেস্ট - লর্ডস - ১০ - ১৪ জুলাই

  • চতুর্থ টেস্ট - ম্যাঞ্চেস্টার - ২৩ - ২৭ জুলাই

  • পঞ্চম টেস্ট - ওভাল - ৩১ জুলাই - ৪ অগাস্ট


ভারত বনাম বাংলাদেশ


৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচের দুই সিরিজ - অগাস্ট, ২০২৫ (বাংলাদেশে)


ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়


২টি টেস্ট ম্যাচের সিরিজ - অক্টোবর, ২০২৫ (দেশের মাটিতে)


এশিয়া কাপ টি-২০


অক্টোবর-নভেম্বর (দেশের মাটিতে)


ভারত বনাম অস্ট্রেলিয়া


৩টি ওয়ান ডে ও ৫টি টি-২০ ম্যাচের দুই সিরিজ - নভেম্বর, ২০২৫ (অস্ট্রেলিয়ায়)


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা


২টি টেস্ট ম্যাচ, ৩টি ওয়ান ডে ও ৫টি টি-২০ ম্যাচের তিন সিরিজ - নভেম্বর-ডিসেম্বর, ২০২৫ (দেশের মাটিতে)


 







আরও পড়ুন: প্রদীপ্ত-সায়নের দুরন্ত লড়াইয়ে বিজয় হাজারে ট্রফিতে রুদ্ধশ্বাস ম্যাচে কেরলকে হারাল বাংলা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।