পারথ: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma) খেলছেন না। কানাঘুষো শোনা যাচ্ছে যে রোহিতের পরিবর্তে ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে নামতে পারন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু সমস্যা হল কে এল রাহুল নিজেই এই মুহূর্তে তাঁর চেনা ফর্মে নেই। এই পরিস্থিতিতে সঞ্জয় মঞ্জরেকর মনে করেন কর্ণাটকী ব্যাটার একেবারেই সঠিক পছন্দ নন ওপেনার হিসেবে। 


এক সাক্ষাৎকারে মঞ্জরেকর বলেন, ''এটা এমন বিষয় নয় যে কে এল রাহুল ওপেনিংয়ে অটোমেটিক চয়েস। এই মুহূর্তে দলে কে এল ছাড়া আর কাউকে এই পজিশনে ভাবা যাচ্ছে না বলেই তাকে ওপেনে ভাবা হচ্ছে। তবে ওর জন্য খারাপ লাগছে। এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই রাহুল। ওর আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে না একেবারেই। এই পরিস্থিতিতে এমন হাইভোল্টেজ সিরিজে টপ অর্ডারে ওকে নামানো কিন্তু ওর ওপর বাড়তি চাপ বাড়িয়ে দেওয়া। এই অবস্থায় ১, ২, ৩ নম্বর পজিশনে যারা নামবে তাদের ওপরও চাপ তৈরি হতে পারে।''


নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে প্রথম একাদশে সুযোগ পাননি রাহুল। নিজের ব্য়াটেও ফর্মে নেই তিনি সেভাবে। ২০২৩ সালে ডিসেম্বরে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে শতরান হাঁকিয়েছিলেন রাহুল। এরপর থেকে নয়টি ইনিংস খেলতে নেমে মাত্র ২ টো অর্ধশতরান হাঁকিয়েছেন। তাই বর্ডার-গাওস্কর ট্রফিতে রান করার জন্য মরিয়া থাকবেন কে এল। তবে পারথে অনুশীলনের সময় কনুইয়ে চোট পেয়েছিলেন। মাঝপথেই অনুশীলন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। যদিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এই ডানহাতি ব্যাটার।


গত রবিবার দিন রাহুল ব্যাট করতে নামেন। তিনি রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে নাকি তিন ঘণ্টা নেটে অনুশীলনও সারেন।  রাহুলের ব্যাটিংয়ে নামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়েছে। সেখানে টিম ইন্ডিয়ার ফিজিওথেরাপিস্ট জানান রাহুলের চোট খুব একটা গুরুতর নয়। ফলে তিনি যে প্রথম টেস্টে খেলতে নামার জন্য সম্পূর্ণ ফিট, তা বলাই বাহুল্য।


আগামী ২২ নভেম্বর থেকে শুরু পারথ টেস্ট। রোহিত শর্মা এই ম্য়াচ না খেলায় বুমরা ম্যাচে নেতৃত্বভার সামলাবেন। শুভমন গিলেরও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাঁর পরিবর্তে দেবদত্ত পড়িক্কলকে খেলানো হতে পারে। বিরাট কোহলিও অফফর্মে রয়েছেন। তাঁর কাছেও আসন্ন সিরিজ অগ্নিপরীক্ষা হতে চলেছে।