গোল্ড কোস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে চলছে ধুন্ধুমার লড়াই (IND vs AUS)। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। আজ, বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। যে দল জিতবে, এগিয়ে যাবে ২-১ ব্যবধানে। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যাবে, সেই দল টি-২০ সিরিজে কোনওমতেই আর হারছে না। শেষ ম্যাচে হারলেও সেক্ষেত্রে ২-২ ব্যবধানে শেষ হবে সিরিজ।
সেই ম্যাচে ফের টস হারলেন সূর্যকুমার যাদব। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। অনেকেই কৌতূহলী ছিলেন, এই ম্য়াচে ভারতীয় দলে কোনও বদল ঘটানো হয় কি না দেখার জন্য। বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার তিন ঘণ্টা আগে গোল্ড কোস্ট মাঠে দেখা যায় সঞ্জু স্যামসন পৌঁছে গিয়েছেন। অনেকেই ভেবেছিলেন, আগের ম্যাচে বাদ দেওয়া হলেও হয়তো এই ম্যাচে ভারতীয় একাদশে ফেরানো হবে সঞ্জুকে। সেই কারণেই হয়তো প্রস্তুতি সারতে আগাম মাঠে পৌঁছে গিয়েছেন কেরলের উইকেটকিপার ব্যাটার।

কিন্তু ঘটনা হচ্ছে, এই ম্যাচেও ভারতের একাদশে জায়গা হল না সঞ্জুর। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছে জিতেশ শর্মাকে। আগের ম্যাচের দলে কোনও বদল ঘটায়নি ভারত। টসের পর অধিনায়ক সূর্যকুমার বলেন, 'এই কারণেই দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়, যাতে নিজেদের পরীক্ষা নেওয়া যায়। দারুণ স্টেডিয়াম। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। একদিন ছুটি পেয়েছিলাম। গতকাল দারুণ প্র্যাক্টিস করেছি। উইকেট দেখে মনে হচ্ছে উপমহাদেশের মতো। পরের দিকে মন্থর হয়ে যেতে পারে। প্রথমে ব্যাট করতে পেরে আমরা খুশি। আমরাও প্রথমে ব্যাট করে নিতে চেয়েছিলাম। ভারতীয় পরিবেশ-পরিস্থিতির মতো লাগছে। আমরা বোর্ডে বড় রান তুলে চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই। আমাদের দলে কোনও পরিবর্তন ঘটানো হয়নি।'

Continues below advertisement

অস্ট্রেলিয়া দলে চারটি পরিবর্তন করা হয়েছে। খেলানো হচ্ছে অ্যাডাম জ়াম্পা, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্স্যুইস ও জশ ফিলিপকে।

 

ভারতের একাদশশুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা। 

Continues below advertisement

অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, জশ ইংলিস (উইকেটকিপার), টিম ডেভিড, জশ ফিলিপ, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্স্যুইস, জ়েভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জ়াম্পা।