ঢাকা: আজই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ভারত (IND vs BAN ODI)। গতকালই মহম্মদ শামি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। আজ ম্যাচের দিনই সকালবেলা ঋষভ পন্থেরও (Rishabh Pant) সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা জানানো হয় বিসিসিআইয়ের তরফে। উপরন্তু প্রথম ম্যাচে অক্ষর পটেলও (Axar Patel) নির্বাচনের জন্য উপলব্ধ নন।
বিসিসিআইয়ের বিবৃতি
এক বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে বলা হয়, 'বিসিসিআইয়ের মেডিক্যাল দলের সঙ্গে পরামর্শ করার পর ঋষভ পন্থকে ওয়ান ডে সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওঁ টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে ফের যোগ দেবে। পন্থের বদলি হিসাবে কোনও খেলোয়াড়কে দলে ডাকা হয়নি।' আরেক ভারতীয় তারকা অক্ষর পটেল ম্যাচের আগে অনুশীলন করলেও প্রথম ওয়ান ডেতে তিনি খেলবেন না বলেও জানানো হয় বোর্ডের তরফে।
কিপার রাহুল
ঋষভ পন্থের পরিবর্তে এই সিরিজে উইকেটকিপিং বিকল্প হিসাবে ঈশান কিষাণও রয়েছেন। তবে প্রথম ওয়ান ডেতে ভারতীয় একাদশে ঈশান সুযোগ পাননি, বরং ভারতীয় সহ-অধিনায়ক রাহুলকেই উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় দল প্রথমে ব্যাট করে এদিন মাত্র ১৮৬ রানই তুলতে পারে। কেএল রাহুলের ৭৩ রানের ইনিংস বাদে, আর কোনও ভারতীয় ব্যাটারই তেমন প্রভাবিত করতে পারেননি। বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান পাঁচ ও এবাদত হোসেন চারটি উইকেট নেন।
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এই ম্যাচেই জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটাচ্ছেন তরুণ ফাস্ট বোলার কুলদীপ সেন। ভারতের হয়ে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন ব্যাটে নেমে বেশি রান যোগ করতে পারেননি। ২৩ রানেই ভাঙে ভারতের ওপেনিং পার্টনারশিপ। রোহিত বেশ ভাল একটি ইনিংস খেলছিলেন। তবে শাকিব আল হাসানের বলে ২৭ রানেই সাজঘরে ফেরেন তিনি। একই ওভারে নয় রানে আউট হন বিরাট কোহলিও। অনবদ্য এক ক্যাচ ধরেন লিটন।
শ্রেয়স আইয়ারও এবাদতের শর্ট বল পুল করতে গিয়ে ২৪ রানে সাজঘরে ফেরেন। রাহুল ও শ্রেয়স চতুর্থ উইকেটে ৪৩ রান যোগ করেন। শ্রেয়স আউট হলেও রাহুল নিজের খেলা চালিয়ে যান। তিনি ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ফের একটি পার্টনারশিপ গড়েন। পঞ্চম উইকেটে ওয়াশিংটন ও রাহুল ৬০ রান যোগ করেন। তবে ওয়াশিংটন আউট হলেই ব্যাটিং ধস নামে। মাত্র ৩৪ রানে শেষ পাঁচ উইকেট হারায় ভারত। বাংলার শাহবাজ আমেদ শূন্য রানে আউট হন। ৭০ বলে লড়াকু ৭৩ রানের ইনিংস খেলার পার রাহুলও সাজঘরে ফেরেন। ৪১.২ ওভারেই অল আউট হয়ে যায় ভারত।
আরও পড়ুন: বিমানে থাকতে হল অভুক্ত, খোয়া গেল মালপত্র, চরম বিপাকে পড়তে হল চাহারদের