India vs Bangladesh 2nd T20I Live: ৮৬ রানে বাংলাদেশকে বিধ্বস্ত করে টি-২০ সিরিজ জয় ভারতের, ম্যাচের লাইভ আপডেট
India vs Bangladesh Score Live: টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।
ভারতের রানের পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশের ব্যাটিংও। ম্যাচ জেতার জন্য ২২২ রান তাড়া করতে নেমে ১৩৫/৯ স্কোরে আটকে গেল বাংলাদেশ। ৮৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতে টি-২০ সিরিজ জয়ও নিশ্চিত করে ফেললেন সূর্যকুমার যাদবরা।
হারের মুখে বাংলাদেশ। ১৮ ওভারের শেষে স্কোর ১২২/৮।
মিরাজকে ফেরালেন রিয়ান। জাকের আলিকে ফেরালেন ময়ঙ্ক। ১৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৯৩/৬।
তৌহিদ হৃদয়কে ফেরালেন অভিষেক শর্মা। ১০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৭০ রান।
শান্তকে ফেরালেন ওয়াশিংটন। লিটন ফিরলেন বরুণ চক্রবর্তীর বলে। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪৩/৩।
অর্শদীপের প্রথম ওভারে তিন বাউন্ডারি। পারভেজ ইমনকে ফেরালেন বাঁহাতি পেসার। ৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২৯/১।
চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রান যোগ করলেন রিঙ্কু-নীতীস। ৬ নম্বরে নেমে ১৯ বলে ৩২ রান করলেন হার্দিক। ২০ ওভারে ভারত তুলল ২২১/৯।
২৯ বলে ৫৩ রান করে ফিরলেন রিঙ্কু সিংহ। ১৮.২ ওভারে দুশো সম্পূর্ণ ভারতের। ১৯ ওভারের শেষে ভারতের স্কোর ২১৩/৬।
২৬ বলে হাফসেঞ্চুরি রিঙ্কু সিংহের। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ১৮২/৪।
৩৪ বলে ৭৪ রান করে ফিরলেন নীতীশ। ক্রিজে রিঙ্কু ও হার্দিক পাণ্ড্য। ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৫২/৪।
মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি নীতীশ রেড্ডির। কেরিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচেই প্রথম হাফসেঞ্চুরি। ১২ ওভারের শেষে ভারতের স্কোর ১২২/৩।
রিশাদকে তিন ছক্কা নীতীশ ও রিঙ্কু সিংহের। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ১০১/৩।
১৬ বলে ২৩ রানে ক্রিজে নীতীশ রেড্ডি। সঙ্গে রিঙ্কু সিংহ। ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৭৭/৩।
১০ বলে ৮ রান করে মুস্তাফিজুরের বলে ফিরলেন সূর্যকুমার। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪৫/৩।
দ্বিতীয় উইকেট খোয়ালো ভারতের। তানজিম শাকিবের বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক শর্মা।
৭ বলে ১০ রান করে তাসকিন আহমেদের বলে ক্য়াচ আউট হয়ে ফিরলেন সঞ্জু স্যামসন।
স্পিন দিয়ে বোলিং আক্রমণ শুরু বাংলাদেশের। বল করলেন মেহেদি হাসান মিরাজ। তাঁকে জোড়া বাউন্ডারি মারলেন সঞ্জু স্যামসন। একটি চার অভিষেক শর্মার। ১ ওভারের শেষে ভারতের স্কোর ১৫/০।
গ্লালিয়রে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। আজ নয়াদিল্লিতে জিতলেই সিরিজ সূর্যকুমার যাদবদের। দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: টেস্টে বাংলাদেশকে হােয়াইটওয়াশ করেছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচেও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল।
তিন ম্যাচের সিরিজ এক ম্য়াচ বাকি থাকতেই জিতে নিল ভারত। বুধবার রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশকে ৮৬ রানে হারাল টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় ম্য়াচের আগেই বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের কথা জানিয়েছেন এই ফর্ম্য়াট থেকে। তবে মাহমুদুল্লাহকে স্মরণীয় বিদায় জানাতে পারল না বাংলাদেশ। শেষ সিরিজে হেরেই মাঠ ছাড়তে হবে তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -