India vs Bangladesh Live: হতাশাই সঙ্গী কানপুরের দর্শকদের, ভারত-বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: দ্বিতীয় দিনের মতো রবিবার অন্তত গোটা দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাবে না, এই আশা করা যায়। তবে খুব বেশি ওভার যে খেলা সম্ভব হবে না, তা কার্যত নিশ্চিত।

ABP Ananda Last Updated: 29 Sep 2024 02:06 PM
IND vs BAN Live Score: তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা। গোটা দিনে বৃষ্টি হয়নি একফোঁটাও। তবুও ভেজা মাঠ থাকার জন্য খেলা শুরু করা গেল না। কানপুর টেস্টে গ্যালারিতে হতাশার ছাপ সমর্থকদের।

IND vs BAN Live Updates: মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা

মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা। এখনও মাঠের অনেক জায়গায় ভেজা ভেজা রয়েছে। ড্যাম্প রয়েছে। রোদ নেই সেভাবে, তবে বৃষ্টিও হয়নি সকাল থেকে। দু দলের প্লেয়ারদের সঙ্গেই কথা বললেন আম্পায়ার। পরবর্তী পর্যবেক্ষণ দুপুর ২ টোয়।

IND vs BAN Live Score: মাঠের এখনও অনেক জায়গায় ভেজা রয়েছে

আউটফিল্ডে বেশ কয়েকটি জায়গায় ভেজা রয়েছে। যা দেখে কিছুটা অস্বস্তিতে আম্পায়াররা। এখন দেখার আদৌ খেলা তৃতীয় দিনে শুরু হয় কি না।

IND vs BAN Live Updates: দুপুর ১২টায় মাঠ পর্যবেক্ষণ

বোর্ডের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, ''পরবর্তী পর্যবেক্ষণ দুপুর ১২টায়''

IND vs BAN Live Score: সকাল ১০টায় মাঠ পর্যবেক্ষণ

এখনও মাঠ ভেজা। পুরো শুকোয়নি। তাই নির্ধারিত সময়ে তৃতীয় দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি। সকাল ১০টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করবেন।

- IND vs BAN Live Updates: কানপুরে বৃষ্টির দেখা নেই

কানপুরে হচ্ছে না বৃষ্টি। উঠেছে হাল্কা রোদও। ধীরে ধীরে মাঠের কভার সরানো হচ্ছে। তবে কি তৃতীয় দিনে খেলা পুরো হবে?

প্রেক্ষাপট

গ্রিন পার্কে আয়োজিত হচ্ছে ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) দুই ম্যাচের টেস্টে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট (IND vs BAN 2nd Test)। তবে এই ম্যাচে এখনও পর্যন্ত কোন ব্যাটার বা বোলার নন, একমাত্র নায়ক বা খলনায়ক হয়ে উঠেছে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভার বল করা গেলেও, দ্বিতীয় দিন, শনিবার তো এক বলও গড়াল না। রবিবার কেমন থাকবে আবহাওয়া? ওইদিনও কি ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?


আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ক্রিকেটপ্রেমীদের হতাশই করবে। পূর্বাভাস অনুযায়ী আজ রাতে কানপুরে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালও। সকাল ৯.৩০-টার দিকে রবিবার ৬১ শতাংশ বৃষ্টি হওয়ার কথা। তবে বেলার দিকে বৃষ্টি খানিকটা ধরতে পারে। ১২.৩০টার দিকে আবহাওয়ার খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় মাত্র ২৪ শতাংশই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুব আনন্দদায়ক কোনও খবর কিন্তু নেই। তৃতীয় সেশনের সময় অর্থাৎ ২.৩০ টার দিকে ফের একবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


তবে মন্দের ভাল এই যা, দ্বিতীয় দিনের মতো রবিবার অন্তত গোটা দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাবে না, এই আশা করা যায়। তবে খুব বেশি ওভার যে খেলা সম্ভব হবে না, তা কার্যত নিশ্চিত। তবে রবিবার বৃষ্টি হলেও, Accuweather খানিকটা আশার আলো দেখাচ্ছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.