India vs Bangladesh Live: হতাশাই সঙ্গী কানপুরের দর্শকদের, ভারত-বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: দ্বিতীয় দিনের মতো রবিবার অন্তত গোটা দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাবে না, এই আশা করা যায়। তবে খুব বেশি ওভার যে খেলা সম্ভব হবে না, তা কার্যত নিশ্চিত।

ABP Ananda Last Updated: 29 Sep 2024 02:06 PM

প্রেক্ষাপট

গ্রিন পার্কে আয়োজিত হচ্ছে ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) দুই ম্যাচের টেস্টে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট (IND vs BAN 2nd Test)। তবে এই ম্যাচে এখনও পর্যন্ত কোন ব্যাটার বা বোলার...More

IND vs BAN Live Score: তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা। গোটা দিনে বৃষ্টি হয়নি একফোঁটাও। তবুও ভেজা মাঠ থাকার জন্য খেলা শুরু করা গেল না। কানপুর টেস্টে গ্যালারিতে হতাশার ছাপ সমর্থকদের।