India vs Bangladesh Live: ভারত এখনও এগিয়ে ২৬ রানে, বাংলাদেশের হাতে ৮ উইকেট, কানপুরে শেষ দিন নাটকের অপেক্ষা
India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: গ্রিন পার্কে মাঠের পরিস্থিতি, বন্দোবস্ত সব নিয়েই ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এই মাঠ এবং মাঠের বিভিন্ন বন্দোবস্তকে সবথেকে খারাপ দাবি করেছেন।
বাংলাদেশের ২৩৩ রান তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ দিন ২৮৫/৯ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত। ওভার প্রতি ৮.২২ রান রেটে রান তুললেন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কে এল রাহুল, রোহিত শর্মারা। বাংলাদেশের চেয়ে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ। মাত্র ১১ ওভার ব্যাট করে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। দুটি উইকেটই নিয়েছেন আর অশ্বিন।
অশ্বিন পরপর ফেরালেন শাদমান ইসলাম (৭) ও হাসান মাহমুদ (৪)-কে। বাংলাদেশের স্কোর ২৬/২।
বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার দিল ২৮৫/৯ স্কোরে। মাত্র ৩৪.২ ওভারে এই রান তুলেছে ভারত। রান রেট? ওভার প্রতি ৮.২২ রান তুলেছে ভারত। ৫০ ওভার ব্যাটিং করলে চারশো পেরিয়ে যেতে পারত ভারত।
৪৩ বলে ৬৮ রান করে ফিরলেন রাহুল। ৮ রান করে ফিরলেন জাডেজা। অশ্বিন ১ ও আকাশদীপ ১২ রান করলেন। ৩৪.৪ ওভারে ২৮৯/৯ স্কোর তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। বাংলাদেশের চেয়ে ৫২ রানের লিড নিয়ে।
৩৫ বলে ৪৭ রান করে বোল্ড হয়ে গেলেন কোহলি। ঘাতক ফের শাকিব। ৩১ ওভারের শেষে ভারতের স্কোর ২৬৪/৫। বাংলাদেশের চেয়ে ৩১ রানের লিড নিল ভারত।
৩৩ বলে হাফসেঞ্চুরি রাহুলের। ৪৭ রানে ব্যাটিং করছেন কোহলি। ২৯ ওভারের শেষে ভারতের স্কোর ২৪৬/৪।
শাকিবের বলে ৯ রান করে ফিরলেন ঋষভ পন্থ। ক্রিজে কোহলি ও কে এল রাহুল। ২৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৪/৪।
শাকিব আল হাসানকে স্টেপ আউট করে মাঠের বাইরে ফেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমন গিল (৩৬ বলে ৩৯ রান)। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৪৫/৩। ক্রিজে ঋষভ পন্থ ও বিরাট কোহলি।
চা পানের বিরতিতে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান বোর্ডে তুলল ভারত। ক্রিজে আছন গিল (৩৭) ও পন্থ (৪)।
৫১ বলে ৭২ রানের ইনিংস খেলে আউট হলেন যশস্বী জয়সওয়াল। নিজের ইনিংসে হাঁকালেন ১২টি বাউন্ডারি ও ২টো ছক্কা। হাসান মাহমুদের শিকার হয়ে ফিরলেন তিনি।
ছুঁলেন শার্দুলের রেকর্ড। পন্থ ও কপিল দেবের পর ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম অর্ধশতরান টেস্টে যশস্বী জয়ওয়ালের। মাইলস্টোনে পৌঁছলেন মাত্র ৩১ বলে।
৩১ বলে অর্ধশতরান পূরণ করলেন যশস্বী জয়সওয়াল। এই ইনিংস খেলার পথে হাঁকালেন ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা।
ভারতের প্রথম উইকেটের পতন। ১১ বলে ২৩ রান করে ফিরে গেলেন রোহিত শর্মা।
৩ ওভারে ৫০ রান বোর্ডে তুলেছিল ভারত। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৫০ রান বোর্ডে তুলল ভারত।
মেহদির বলে ডি আর এস নিয়ে বেঁচেছিলেন। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে ফিরলেন রোহিত শর্মা। ১১ বলে ২৩ রান করে ফিরলেন প্যাভিলিয়নে।
ব্যাট করতে নেমেই মারমুখি ব্যাটিং শুরু ২ ভারতীয় ওপেনারের। প্রথম ওভারে ১২ রান তুললেন জয়সওয়াল। নিজের প্রথম দু বলেই দুটো ছক্কা হাঁকালেন রোহিত।
২৩৩ রানে অল আউট বাংলাদেশ। নিজের বলেই ক্যাচ নিয়ে খালেদ আহমেদের উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। ১০৭ রানে অপরাজিত থাকলেন মোমিনুল হক।
বিশ্বের প্রথম বোলার হিসেবে চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন জসপ্রীত বুমরা।
বাংলাদেশের নবম উইকেটের পতন। ১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে ফিরলেন হাসান মাহমুদ।
আরও একটি উইকেট। ফের বুমরার ম্য়াজিক। মাত্র ৫ রান করে বুমরার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন তাইজুল ইসলাম।
বাংলাদেশের সপ্তম উইকেটের পতন। বুমরার বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মেহদি হাসান মিরাজ। ২০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মেহদি।
অশ্বিনকে বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূরণ করলেন মোমিনুল হক। ১৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকালেন সেঞ্চুরি করার পথে। বাংলাদেশও দুশোর গণ্ডি পেরিয়ে গেল।
মাত্র ৯ রান করে আউট হলেন শাকিব আল হাসান। অশ্বিনের শিকার হলেন তিনি। বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন।
বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন। ১৩ রানের মাথায় মহম্মদ সিরাজের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন লিটন দাস।
অর্ধশতরান হাঁকালেন মোমিনুল হক। বাউন্ডারি হাঁকিয়ে পঞ্চাশ রানের গণ্ডি পেরলেন বাংলাদেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক। সঙ্গে ক্রিজে আছেন লিটন দাস।
৪৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১২৮ রান তুলে নিল বাংলাদেশ। ক্রিজে আছেন মোমিনুল হক (৪৪), লিটন দাস (১২)।
চুতর্থ দিনে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানলেন জসপ্রীত বুমরা। ১১ রানের মাথায় বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের স্কোর ১১২/৪।
প্রথম দিনে ১০৭/৩ স্কোরে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশের ২ ব্যাটার মোমিনুল হক ও মুশফিকুর রহিম। চতুর্থ দিনের খেলা শুরু। ভারতের হয়ে প্রথম ওভার বল করলেন আকাশ দীপ।
প্রেক্ষাপট
বৃষ্টির জেরে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের (India vs Bangladesh 2nd Test) দ্বিতীয় দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। রবিবারও একই ছবি দেখা গেল। এক বলও গড়াল না, ভেস্তে গেল গোটা দিনের খেলা। পরপর দুই দিন ম্যাচ ভেস্তে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দেন নেটজেনরায়। কাঠগড়ায় তোলা হয় বিসিসিআইকেও।
মাঠে পরপর দুইদিন ভেস্তে গিয়েছে ম্যাচ। মাঠের পরিস্থিতি, বন্দোবস্ত সব নিয়েই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এই মাঠ এবং মাঠের বিভিন্ন বন্দোবস্তকে সবথেকে খারাপ বলে দাবি করেছেন। অনেকেই আবার উপদেশ দিচ্ছেন এরপর থেকে যেন পরিবেশের আগাম পূর্বাভাস না দেখে কোনও ম্যাচের ভেন্যু ঘোষণা না করা হয়।
ভেজা মাঠের ফলে ম্য়াচ ভেস্তে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাঠ প্রস্তুতকারকদের দিকেও আঙুল উঠছে। তবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ প্রস্তুতকারক শিব কুমারের কথায় তিনি ম্যাচ আধিকারিকদের কথাবার্তা সঠিকভাবে বুঝতেই পারেননি। তিনি বলেন, 'ওঁরা আমাদের মাঠের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনটি ভিন্ন সময়ের কথা বলেন। তবে সমস্যাটা ঠিক কোথায়, সেই নিয়ে কিছুই বলেননি। কোন জায়গাটা ভেজা রয়েছে বা ঠিক কোথায় সমস্যা তা নিয়ে কিছু বলেনি। আমি তো ওঁদের ম্যাচ শুরু করার জন্য বলেইছিলাম। কিছু সমস্যা হলে আমায় জানাতেও বলেছিলাম।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -