Republic Day 2025 News LIVE: পেট্রাপোল সীমান্তে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করল BSF

Republic Day 2025 West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 26 Jan 2025 03:09 PM
BSF On Republic Day 2025: পেট্রাপোল সীমান্তে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করল BSF

পেট্রাপোল সীমান্তে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করল BSF. জাতীয় পতাকা উত্তোলনের পর বাংলাদেশ বর্ডার গার্ড, BGB-র সঙ্গে সৌজন্য বিনিময় করেন BSF-এর আধিকারিকরা। 

Republic Day 2025 News: দক্ষিণ পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন


দক্ষিণ পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিলকুমার মিশ্র।

Saif Ali Khan Attack: সেফের ওপর হামলার তদন্তে কলকাতায় এল মুম্বই পুলিশ

সেফের ওপর হামলার তদন্তে কলকাতায় এল মুম্বই পুলিশ। কোথা থেকে সিম কিনেছিল হামলাকারী? কারা সাহায্য় করেছিল? উত্তরের খোঁজে কলকাতায় এল মুম্বই পুলিশ   

Dilip Attacks TMC: শাসকদলকে আক্রমণ দিলীপ ঘোষের

যে সরকার হেলে গেছে, তারা আবার বাড়ি বাঁচাবে কী করে? আক্রমণ দিলীপ ঘোষের। 

Republic Day 2025 :প্রজাতন্ত্রে ‘স্বর্ণালী ভারত'

এবার প্রজাতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণালী ভারত'। ব্রহ্মোস থেকে পিনাক, প্রলয়, কর্তব্যপথে মিসাইলের সারি। আকাশপথে MI-17 থেকে পুষ্পবৃষ্টি।
বিভিন্ন রাজ্যের ৩১টি ট্যাবলো প্রদর্শন। 

WB Live News: বাংলাদেশের উস্কানির মধ্যেই নদিয়া সীমান্তে রহস্যময় বাঙ্কার!

বাংলাদেশের উস্কানির মধ্যেই নদিয়া সীমান্তে রহস্যময় বাঙ্কার! সীমান্ত থেকে ৩ কিমি দূরে নদিয়ায় পর পর বাঙ্কারের হদিশ! কৃষ্ণগঞ্জে মাটির নীচে বড় লোহার কন্টেনার, জানতেই পারল না কেউ! টিনের ঘরের নীচে ঘর: ৪ ফুট বাই ৫ ফুট, ৬ ফুট গভীর বাঙ্কার! 

Firhad On Republic Day 2025: প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন কলকাতার মেয়র

প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে কলকাতা পুরসভায় উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস।

Train Accident: দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস

দক্ষিণ-পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। সাঁতরাগাছি-শালিমার লাইনে ট্রেন চলাচল ব্যাহত। সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

DRDO On Republic Day: DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে


দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিত হবে।  

Republic Day 2025: কর্তব্যপথে প্রদর্শিত হবে ৩১টি ট্যাবলো

২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’। কর্তব্যপথে প্রদর্শিত হবে ৩১টি ট্যাবলো। এবারের প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন করবে ‘ব্রহ্মোস‘, ‘পিনাক‘ মিসাইল। DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিত হবে।  

Republic Day 2025 Update:  আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার MI-17 কপ্টারের

 আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার MI-17 কপ্টারের। এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো।

Kolkata News: শহরে দিকে দিকে 'তাসের ঘর', এবার মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ।

শহরে দিকে দিকে 'তাসের ঘর'। এবার মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ। বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে জোড়া বহুতল। বিপজ্জনক বহুতলেই প্রাণ হাতে নিয়ে থাকছেন বাসিন্দারা। 

Republic Day 2025: এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’।

Republic Day 2025 News LIVE: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে কড়া নিরাপত্তা। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। কর্তব্যপথে কুচকাওয়াজ শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে।

WB News Live: BT রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। BT রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু। কাশীপুরে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু ভ্যান চালকের। 'ভ্যানে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা চিকিৎসকের। পালানোর সময় রাস্তায় দাঁড় করানো আরেকটি গাড়িকে ধাক্কা'

WB News Live: BT রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। BT রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু। কাশীপুরে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু ভ্যান চালকের। 'ভ্যানে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা চিকিৎসকের। পালানোর সময় রাস্তায় দাঁড় করানো আরেকটি গাড়িকে ধাক্কা'

Modi On Republic Day 2025 : দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে কড়া নিরাপত্তা। সকাল ১০টা ৫-এ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর নরেন্দ্র মোদি পৌঁছবেন কর্তব্যপথে। একে একে সেখানে পৌঁছবেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌসুবিয়ান্তো। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। ৯০ মিনিট ধরে প্যারেড চলবে।

Republic Day 2025: প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে সংঘাতে বিজেপি ও তৃণমূল

প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে সংঘাতে বিজেপি ও তৃণমূল। রাজ্য বিজেপি সভাপতি সোশাল মিডিয়ায় এই দুটি ট্যাবলোর ছবি পোস্ট করে লিখেছেন, এ হল নতুন বোতলে পুরনো মদ। ২০২১-এও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্য সরকারের ট্যাবলোয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২৫-এও তাই। সেই সঙ্গে সুকান্ত মজুমদার লিখেছেন, রাজ্যে শিল্পায়নের অভাব, আইন-শৃঙ্খলা রসাতলে গেছে। জাতীয় মঞ্চে এই পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া আরও কিছু তো প্রত্যাশা করা যেতে পারে। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 

RG kar Case: অভয়ার পরিবারকে বেলাগাম আক্রমণে কুণাল

অভয়ার পরিবারকে বেলাগাম আক্রমণে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। 'কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ার মা-বাবা? বাম-অতিবামপন্থী, তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছে। মেয়ের মৃত্যুর দিন থেকে একের দিন একেক রকম কথা বলছেন। চক্রান্তকারী ও কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয়ার মা-বাবা। জুনিয়র ডাক্তারদের ফান্ড কে কে পাচ্ছেন? স্বতঃস্ফূর্ত আন্দোলন হলে কেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে টাকা? ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কি অভয়ার মা-বাবাকে প্রভাবিত করছেন? এই সব বিষয়ও তদন্তের আওতায় আনা উচিত, দাবি কুণালের

Bangladesh News: সীমান্তের অদূরেই মিলেছে ৪টি বাঙ্কার

নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশ সীমান্তের অদূরেই মিলেছে ৪টি বাঙ্কার। মাটির নীচে বাঙ্কার তৈরি করায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এর আগেও এমন গোপন কুঠুরির হদিশ মিলেছে। যার সঙ্গে রয়েছে জঙ্গি-যোগ। বাঙ্কার নিয়ে আশঙ্কা যে অমূলক নয়, তা মানছেন প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে BSF-এর প্রাক্তন আধিকারিকরাও।  

Republic Day 2025 News LIVE:এক দেশ এক ভোটের সওয়াল রাষ্ট্রপতির

। প্রজাতন্ত্র দিবসের আগের দিন জাতীর উদ্দেশে ভাষণে এক দেশ এক ভোটের সওয়াল রাষ্ট্রপতির।

Fake Saline: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু , স্যালাইনকেই দায়ী করল পরিবার

শেষরক্ষা হল না। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল জলপাইগুড়ির প্রসূতি সান্ত্বনা রায় মাতব্বরের। আর তাঁর মৃত্যুর অন্যতম কারণ হিসেবে স্যালাইনকেই দায়ী করল পরিবার। ময়নাতদন্ত চেয়েও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করল পরিবার। ঘটনার প্রতিবাদে এদিন উত্তরবঙ্গ মেডিক্য়ালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। 

Republic Day 2025 News LIVE : গ্রহের 'মার্চ পাস্ট'

প্রজাতন্ত্র দিবসের আগে আকাশে গ্রহের মার্চপাস্ট। একসঙ্গে দেখা গেল মঙ্গল, শুক্র, শনি, বৃহস্পতিকে। দূরবীনে বন্দি ইউরেনাস, নেপচুন। আরও এক মাস ৬ গ্রহের বিরল সহাবস্থান। 

 Republic Day 2025 LIVE: আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস

 আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন প্রধানমন্ত্রী। তারপরেই কর্তব্যপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকাল ৯ থেকে।

প্রেক্ষাপট

কলকাতা: আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। কড়া নিরাপত্তা কলকাতায়।  সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন প্রধানমন্ত্রী। তারপরেই কর্তব্যপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ। আর জি করের চিকিৎসকের পরিবারকে কুণালের বেলাগাম আক্রমণ। পানিহাটিতে প্রকাশ্য জনসভা থেকে ফের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি। আসফাকুল্লার পর স্ক্যানারে কিঞ্জল নন্দ! PGT হিসেবে কত স্টাইপেন্ড? ৮০% উপস্থিতি আছে? অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন? নবান্ন ও RG Kar কর্তৃপক্ষের কাছে জানতে চাইল মেডিক্যাল কাউন্সিল।কাউন্সিলের নজরে কিঞ্জল।সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যে এবার নদিয়ায় বাঙ্কারের হদিশ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.